Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Life Style News

1 month ago

Healthy Relationship Tips: সম্পর্কে দূরত্ব কমানোর সেরা সমাধান! এই ৫টি উপায়ে পার্টনারের সঙ্গে উপভোগ করুন ‘কোয়ালিটি টাইম’।

Quality Time Ideas to Strengthen Your Relationship
Quality Time Ideas to Strengthen Your Relationship

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: এই ব্যস্ততম যুগে অন্য সবকিছুর জন্য সময় খুঁজে পাওয়াই দুষ্কর। প্রায়শই দেখা যায়, এই সময়ের অভাব দাম্পত্য সম্পর্কের মাঝেও বিচ্ছেদের দেওয়াল তৈরি করে। কর্মজীবনের চাপে বহু মানুষই জীবনসঙ্গীকে পর্যাপ্ত সময় দিতে পারেন না। এর ফলস্বরূপ সম্পর্কে ক্রমশ দূরত্ব বাড়তে থাকে। তবে, মানসম্পন্ন সময় (কোয়ালিটি টাইম) কাটানোর জন্য যে সবসময় অনেক দূরে ভ্রমণে যেতে হবে বা বিপুল অর্থ ব্যয় করে দামি ভোজের আয়োজন করতে হবে, এমনটা বিন্দুমাত্র নয়। আসুন, আজ আমরা জেনে নিই কীভাবে সহজেই বাড়িতে বসে আপনার প্রিয়জনের সঙ্গে মধুর মুহূর্তগুলি উপভোগ করা যায়।

১. ছুটির দিনে বা কয়েকঘণ্টা সময় পেলে চলে যান পিকনিকে। নিশ্চয় পিকনিক শুনেই ভাবছেন, সারাদিনের ব্যাপার, আরও অনেক লোক, বিরাট রান্নার আয়োজন? তা কিন্তু একদম নয়। এই পিকনিক শুধু আপনাদের দু’জনের। বাড়ি থেকে প্যাক করে নিন খাবার। অথবা কিনতেও পারেন। তারপর চলে যান কোনও নির্জন পার্ক বা লেকের পারে। মাদুর বিছিয়ে বসে দু’জন একে অপরের সঙ্গ উপভোগ করুন। খাওয়া দাওয়া করুন। পছন্দের গান শুনুন। দেখবেন সম্পর্ক আবার তরতাজা হয়ে উঠেছে।

২. মুভি ডেট মানেই যে হলমুখী হতে হবে তা কিন্তু নয়। পছন্দের সিনেমা চালান বাড়ির টিভিতেই। মানানসই আলো জ্বালান। সঙ্গে পপকর্ণ। ব্যস, আর কী চাই!

৩. হাতে কিছুটা সময় রয়েছে? একসঙ্গে রান্নায় হাত লাগান। পদ বেছে নিয়ে একসঙ্গেই কাটাকাটির কাজ করুন। একসঙ্গে রান্না করলে যেমন চাপ মুক্তি হয়, তেমন সখ্যতাও বাড়ে।

৪. বিকেলের দিকে সময় পেলে হাতে হাত রেখে হাঁটতে বের হন। শান্ত, নিরিবিলি প্রকৃতির মাঝে হারিয়ে যান। মনের কথা ভাগ করে নিন।

৫. দীর্ঘদিনের সংসারের চাপে ছোটছোট ভালোলাগাগুলো অনেক সময় হারিয়ে যায়। সম্পর্কের হারানো উষ্ণতা ফেরাতে সঙ্গীকে চিঠি লিখুন। মনের কথা উজার করে দিন। দেখবেন ব্যস্ততায় হারিয়ে যাওয়া ছন্দ ফিরছে সম্পর্কে।


You might also like!