
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: একই ছাদের নীচে দুই স্ত্রীকে নিয়ে সংসার—এই কারণেই বরাবর আলোচনার কেন্দ্রে জনপ্রিয় ইউটিউবার আরমান মালিক। এবার সেই পরিবারেই যোগ হতে চলেছে আরও এক নতুন সদস্য। আরমান পঞ্চমবারের জন্য বাবা হতে চলেছেন। তৃতীয়বার অন্তঃসত্ত্বা তাঁর প্রথম স্ত্রী পায়েল মালিক। আরমান মালিকের দুই স্ত্রী—পায়েল ও কৃতিকা—দু’জনেই সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট জনপ্রিয়। টলিউডের কোনও নায়িকারও ওতো ইনস্টা ফলোয়ার নেই যতজন এই দুই সতীনকে ফলো করেন ইনস্টাগ্রামে। দুই সতীনের সম্পর্কও নজর কেড়েছে নেটিজেনদের। বন্ধুত্বপূর্ণ এই সম্পর্কের কথা মাঝেমধ্যেই উঠে আসে তাঁদের ভ্লগ ও পোস্টে।
প্রথম স্ত্রী পায়েলের ঘনিষ্ঠ বান্ধবী কৃতিকাকেই বিয়ে করেন আরমান। সেই বিয়ের জন্য ধর্মান্তরিতও হন তিনি। এই ত্রয়ীর চার সন্তান। এবার নাকি পঞ্চমবার বাবা হতে চলেছেন আরমান! তৃতীয়বার অন্তঃসত্ত্বা তাঁর প্রথম স্ত্রী পায়েল। বর্তমানে তাঁদের চার সন্তান—পায়েলের এক পুত্র চিরাউ মালিক এবং ২০২৩ সালে জন্মানো যমজ কন্যা তুবু ও আয়ু। একই সময়ে কৃতিকার কোলে আসে পুত্র জাইদ। চার সন্তানকে নিয়ে সুখের সংসারে এবার নতুন আনন্দের সংযোজন।

পায়েল জানিয়েছেন, এবার কোনও আইভিএফ বা চিকিৎসা পদ্ধতির সাহায্য নয়, সম্পূর্ণ প্রাকৃতিকভাবেই তিনি অন্তঃসত্ত্বা। সেই সুখবর তিনি ভাগ করে নিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। সম্প্রতি বেবি বাম্পের একটি বিশেষ ফটোশুটে অংশ নেন পায়েল। স্ফীতোদরে স্মাইলি এঁকে তোলা সেই ছবিগুলি ইতিমধ্যেই ভাইরাল। উল্লেখ্য, ছবিতে আরমান মালিককে দেখা গিয়েছে পায়েলের পাশে অত্যন্ত যত্নশীল ও আবেগঘন ভঙ্গিতে। দম্পতির এই মুহূর্তগুলো তাঁদের আসন্ন সন্তানের আগমনের আনন্দই প্রকাশ করেছে। যদিও বহুগামিতা নিয়ে বারবার কটাক্ষের মুখে পড়তে হয়েছে এই পরিবারকে, তবু বিতর্ককে পাত্তা না দিয়েই নিজেদের মতো করে জীবনযাপন করছেন তাঁরা। সমালোচনার পাশাপাশি শুভেচ্ছার বন্যাও বইছে—নতুন অতিথির অপেক্ষায় উচ্ছ্বসিত তাঁদের অনুরাগীরাও।
