
গুয়াহাটি, ৬ জানুয়ারি : ২৪ ঘণ্টার মধ্যে ফের ভূমিকম্প আঘাত হেনেছে উত্তর-পূর্বাঞ্চলে। আজ মঙ্গলবার ভোর ০৪টা ০২ মিনিট ২০ সেকেন্ডে রিখটার স্কেলে ২.৮ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে মণিপুরের চূড়াচাঁদ জেলায়। তবে মৃদু কম্পনে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি হয়েছে বলে খবর পাওয়া যায়নি। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলোজি (এনসিএস) তাদের এক্স হ্যান্ডলে এ খবর দিয়ে জানিয়েছে, আজ মঙ্গলবার ভারতীয় সময় ০৪:০২:২০টায় মণিপুরের চূড়াচাঁদ জেলায় ২.৮ মাত্ৰার ভূমিকম্প সংঘটিত হয়েছে। এর উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ৩০ কিমি গভীরে ২৪.২২° উত্তর অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ ৯৩.৬১° পূর্বে।
এখানে উল্লেখ করা যেতে পারে, গতকাল সোমবার ভোর ০৪টা ১৭ মিনিট ৪০ সেকেন্ডে গুয়াহাটি সহ মধ্য অসমে রিখটার স্কেলে ৫.১ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। এর আগে ত্রিপুরার গোমতী জেলায় ওইদিন ভোররাত ০৩টা ৩৩ মিনিট ৩২ সেকেন্ডে ৩.৯ মাত্রার ভূমিকম্প হয়েছে। এছাড়া রবিবার (৪ জানুয়ারি) সকাল ০৮টা ২১ মিনিট ২২ সেকেন্ডে মেঘালয়ের পশ্চিম খাসি পাহাড় জেলায় ২.৭ মাত্রার ভূমিকম্প সংঘটিত হয়েছে। গতকাল (সোমবার) এবং রবিবারের ভূমিকম্পে কোনও প্রাণহানি বা সম্পত্তির ক্ষয়ক্ষতি না হলেও দৌড়ঝাঁপ করতে গিয়ে মধ্য অসমের মরিগাঁও জেলায় দুজন আহত হয়েছেন।
