
জয়পুর, ১০ জানুয়ারি : রাজস্থানের জয়পুরে পথচারীদের ভিড়ে গাড়ি চালিয়ে দিল মত্ত চালক। গাড়ির ধাক্কা ও ১৫ জন চাপা পড়েন। ঘটনাস্থলেই মৃত্যু হয় এক জনের। আহত হয়েছেন ১৪ জন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আহতদের মধ্যে চার জনের অবস্থা সঙ্কটজনক বলে জানা গিয়েছে। ঘটনাটি শুক্রবার রাতের। ট্রমা সেন্টারের নোডাল ইনচার্জ ডাঃ বিএল যাদব বলেন, "রাতে পাঁচজন রোগীকে আমাদের কাছে রেফার করা হয়েছিল। তাদের বিভিন্ন ধরণের আঘাত রয়েছে, কারও কারও মাথায় আঘাত রয়েছে, আবার কারও কারও মেরুদণ্ডের আঘাত রয়েছে।"পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, একটি অডি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে ডিভাইডারে ধাক্কা মারে। তার পর সেটি ফুটপাথে উঠে গিয়ে একের পর এক পথচারীকে চাপা দিতে দিতে এগিয়ে যায়। তার পর রাস্তার পাশে থাকা একটি দোকানে ধাক্কা মেরে সেটিকে ৩০ মিটার হিঁচড়ে নিয়ে যায়। রাস্তার পাশে দাঁড় করানো বেশ কয়েকটি গাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। তার পর সেই গাড়িটি একটি গাছে গিয়ে ধাক্কা মেরে থেমে যায়। জয়পুরের জার্নালিস্ট কলোনি এলাকার খারাবাস সার্কেলের কাছে ঘটেছে এই মর্মান্তিক দুর্ঘটনা।
পুলিশ জানিয়েছে যে, দুর্ঘটনার সময় অডি গাড়িতে মোট চারজন লোক ছিল। তার মধ্যে সন্দেহভাজন চালককে আটক করেছে পুলিশ। বাকি তিনজন পলাতক। তাদের খোঁজ শুরু হয়েছে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে ছিল। নিয়ন্ত্রণ রাখতে না পারায় এই দুর্ঘটনা। তবে সে সময়ে চালক মদ্যপ অবস্থায় ছিলেন কি না তা খতিয়ে দেখছে পুলিশ।
