Country

13 hours ago

Chandan murder case update:চন্দন হত্যায় দুই অভিযুক্ত এনকাউন্টারে গুলিবিদ্ধ, তৃতীয় অপরাধী পাকড়াও

Chandan murder case update,
Chandan murder case update,

 

পাটনা, ২২ জুলাই : পাটনার পারস হাসপাতালে চন্দন মিশ্রের হত্যা মামলায় আরও দু’জনের সন্ধান মিলল। মঙ্গলবার পুলিশি এনকাউন্টারে ওই দু'জন গুলিবিদ্ধ হয়েছে। মঙ্গলবার সকালে বিহারের ভোজপুরে পুলিশ এবং অপরাধীদের মধ্যে এনকাউন্টার হয়। এনকাউন্টারে বলবন্ত কুমার সিং এবং রবি রঞ্জন কুমার সিং নামে দুই অপরাধী আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

অভিষেক কুমার নামে তৃতীয় অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। তারা অন্যান্য অপরাধীদের সঙ্গে ১৭ জুলাই পারস হাসপাতালে সংঘটিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিল। তাদের কাছ থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে বিহিয়া রেল স্টেশনের কাছে চন্দন মিশ্র হত্যা মামলার সঙ্গে জড়িত অপরাধীদের সঙ্গে এসটিএফ, ভোজপুর পুলিশ এবং অপরাধীদের মধ্যে এনকাউন্টার হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালায়, যখন তাদের উপর প্রচণ্ড গুলিবর্ষণ করা হয়। পুলিশ পাল্টা গুলি চালালে দুই অপরাধী গুলিবিদ্ধ হয় এবং একজনকে গ্রেফতার করা হয়।


You might also like!