Game

19 hours ago

ENG vs IND Test 2025 :ইংল্যান্ড বনাম ভারত পঞ্চম টেস্ট: ফিল্ডিং করার সময় কাঁধে গুরুতর চোট ক্রিস ওকসের

England vs India 5th Test
England vs India 5th Test

 

লন্ডন, ১ আগস্ট : ওভালে ইংল্যান্ড এবং ভারতের মধ্যে পঞ্চম টেস্টের প্রথম দিন ফিল্ডিং করার সময় ইংল্যান্ডের অলরাউন্ডার ক্রিস ওকস কাঁধে গুরুতর আঘাত পেয়েছিলেন।

ভারতীয় ব্যাটিং ইনিংসের ৫৭তম ওভারে বাউন্ডারি ঠেকাতে গিয়ে তিনি এই আঘাত পান। মিড-অফ থেকে করুণ নায়ারের অফ-ড্রাইভের তাড়া করে বলটি সীমানায় পৌঁছাতে না দেওয়ার জন্য ওকস ডাইভের চেষ্টা করেন।

ওকস তাৎক্ষণিকভাবে অস্বস্তিতে পড়ে যান এবং বল ফেরানোর জন্য উঠে দাঁড়ানোর চেষ্টা করেননি। এরপর ইংল্যান্ডের সাপোর্ট স্টাফের একজন সদস্য তাকে মাঠ থেকে সহায়তা করেন।

ওকস ইতিমধ্যেই টেস্টের প্রথম দিনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, ১৪ ওভার বল করে ভারতীয় ওপেনার কেএল রাহুলকে আউট করেছেন। টেস্টে তার আরও অংশগ্রহণ এখনও দেখার বিষয়।


You might also like!