kolkata

9 hours ago

National Flag Day in India 2025: জাতীয় পতাকা দিবসে শুভেচ্ছা সুকান্ত মজুমদারের

National Flag Day in India 2025
National Flag Day in India 2025

 

কলকাতা, ২২ জুলাই : জাতীয় পতাকা দিবসে শুভেচ্ছা জানালেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ডঃ সুকান্ত মজুমদার। এর সঙ্গে যুক্ত করেছেন ভারতের তেরঙ্গা পতাকার উদ্ভব ও বিবর্তনের ১ মিনিট ৫ সেকেন্ডের অনুপম ভিডিয়ো।মঙ্গলবার তিনি এক্সবার্তায় লিখেছেন, ২২শে জুলাই ১৯৪৭ সালের এই ঐতিহাসিক দিনে, ভারতীয় সংবিধান পরিষদ গর্বের সাথে ত্রিবর্ণরঞ্জিত পতাকাকে ভারতের জাতীয় পতাকা হিসেবে গ্রহণ করে। তিরঙ্গা কেবল একটি পতাকা নয়, তার চেয়েও বেশি কিছু। এটি আমাদের স্বাধীনতা, ঐক্য এবং কোটি কোটি হৃদয়ের স্বপ্নের একটি পবিত্র প্রতীক। আসুন আমরা আমাদের জাতির চেতনাকে অভিবাদন জানাই এবং এটি যে মূল্যবোধের প্রতিনিধিত্ব করে তা সমুন্নত রাখি।” ‘সরে জহাঁসে আচ্ছা’-র মূর্চ্ছণার সঙ্গে ১৯০৬, ১৯০৭, ১৯১৭, ১৯২১,১৯৩১-এর পতাকা এবং অবশেষে ১৯৪৭-এর পতাকা উত্তোলন সুকান্তবাবু যুক্ত করেছেন তাঁর এই বার্তায়।

You might also like!