Entertainment

12 hours ago

Salman Khan: খালি পায়ে ছুটছেন সলমন, তিলক মুখে; ভাইজানকে কটাক্ষ করে বিতর্কে মাতলেন নায়ক!

Salman Khan Visits Minister Ashish Shelar’s Home for Ganpati Darshan
Salman Khan Visits Minister Ashish Shelar’s Home for Ganpati Darshan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সলমন খান খালি পায়ে ছুটছেন, কপালে লাল তিলক। পরনে চেক শার্ট আর ডেনিম প্যান্ট, চোখে-মুখে চিন্তার ছাপ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইজানের এমন একটি ভিডিও ভাইরাল হয়েছে। আসল ঘটনা প্রকাশ্যে আসার পরই তাকে কটাক্ষের ঝড়ে বিদ্ধ হতে হয়েছে।

মহারাষ্ট্রের মন্ত্রী আশিস শেলারের গণেশপুজোয় গিয়েছিলেন সলমন খান। বান্দ্রায় পুজোর আয়োজন হয়েছিল। সেই পুজোর বেশ কিছু ছবি সমাজমাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। তার মধ্যে সলমনের খালি পায়ে দৌড়োনোর ভিডিয়োটিও ভাইরাল। বলি তারকাকে ঘিরে ছিলেন তাঁর দেহরক্ষীরা। গণেশমূর্তির সামনে দাঁড়িয়ে তিনি আশীর্বাদ প্রার্থনা করেছেন এই দিন। হাতজোড় করে পুজো করেছেন বান্দ্রার এই পুজোমণ্ডপে এবং তার পরে প্রসাদ খেয়েছেন। মাথায় টিপও পরেছেন।

একদল অনুরাগী তাঁকে দেখে মুগ্ধ হয়েছেন। কিন্তু ধেয়ে এসেছে কটাক্ষও। কেউ বলেছেন, “সলমন কি নিজের ধর্ম ভুলে গেলেন?” কেউ আবার খোঁচা দিয়ে বলেছেন, “বিশ্নোইদের থেকে বাঁচতেই কি এমন করছেন ভাই?” কারও তির্যক মন্তব্য, “সলমন এ বার নিজের পদবিটাই বদলে নিক বরং।” তবে এই সব মন্তব্যে কোনও গুরুত্ব দেননি সলমন। তিনি বরাবরই ধর্মনিরপেক্ষ হিসাবেই পরিচিত। যে কোনও উৎসবেই তিনি সম্প্রীতির বার্তা দেন। ইদ হোক বা দীপাবলি, তাঁর বাড়িতে সব উৎসবই সমান ভাবে উদ্‌যাপন করা হয়।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সলমনের বাবা সেলিম খানও জানিয়েছেন, তিনি বড় হয়েছেন হিন্দু এলাকায়। তাই হিন্দুদের রীতিনীতি সম্পর্কে তিনি অবগত। তাঁর উপরেও রয়েছে সেই প্রভাব। তাই, বাড়িতে গত ১৫ বছর ধরে রয়েছে বড় গণেশমূর্তি। সলমনের বাড়িতেও প্রতি বছরের মতো এ বারও গণেশপুজো হয়েছে।


You might also like!