নয়াদিল্লি, ১৯ অক্টোবর : রবিবার সকালে আচমকাই নয়াদিল্লি রেল স্টেশনে হাজির রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। কথা বললেন যাত্রীদের সঙ্গে। উৎসবের মরশুমে যাত্রী সংখ্যা বাড়ছে। তাই পরিষেবা সংক্রান্ত কোনও সমস্যা রয়েছে কি না, তা খতিয়ে দেখতেই সারপ্রাইজ ভিজিট করলেন রেলমন্ত্রী। নতুন দিল্লি রেল স্টেশনের কন্ট্রোল রুমেও যান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। যেখানে সিসিটিভি নেটওয়ার্কের মাধ্যমে নিরাপত্তা এবং যাত্রীদের সুযোগ-সুবিধা পর্যবেক্ষণ করেন। কথা বলেন রেলের আধিকারিকদের সঙ্গেও।