International

3 hours ago

Narendra Modi SCO Summit : এসসিও সম্মেলনে খোশমেজাজে তিন শীর্ষ নেতা, ট্রাম্পকে ঘিরে কূটনীতির নতুন বার্তা!

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার মোকাবিলায় আরও শক্তিশালী হয়ে উঠছে ভারত-চিন-রাশিয়া অক্ষ। সোমবার এসসিও সম্মেলনের মঞ্চে এক ফ্রেমে ধরা পড়লেন তিন দেশের শীর্ষ নেতা—নরেন্দ্র মোদি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। খোশমেজাজে আলাপ-আড্ডায় মেতে উঠতে দেখা গেল তাঁদের। তার আগের দিনই জিনপিংয়ের সঙ্গে বৈঠক করে নতুন বন্ধুত্বের বার্তা দিয়েছেন মোদি। আর সোমবার তাঁর কর্মসূচিতে রয়েছে ‘পুরনো বন্ধু’ পুতিনের সঙ্গে বিশেষ বৈঠক।

রবিবার জিনপিংয়ের সঙ্গে বৈঠকের পর মোদি জানান, “সীমান্ত সমস্যার বিষয়ে আমাদের বিশেষ প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি হয়েছে। কৈলাস মানস সরোবর যাত্রা ফের শুরু হয়েছে। দুই দেশের মধ্যে সরাসরি বিমান চলাচলও আবার শুরু হচ্ছে। দুই দেশের ২৮০ কোটি মানুষের স্বার্থ আমাদের সহযোগিতার সঙ্গে জড়িত। এটি সমগ্র মানবতার কল্যাণের পথ প্রশস্ত করবে।” পরে সাংবাদিক সম্মেলনে এসে বিদেশসচিব বিক্রম মিসরিও জানান, শত্রু নয়, ভারত এবং চিন একে অপরকে সঙ্গী ভেবে এগিয়ে চলবে।

অতীতের তিক্ততা মিটিয়ে চিনের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের পথে হাঁটছে ভারত। এহেন পরিস্থিতিতেই সোমবার পুতিনের সঙ্গে বৈঠক করবেন মোদি। উল্লেখ্য, রুশ তেল কেনার শাস্তি হিসাবেই ভারতীয় পণ্যের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছেন ট্রাম্প। বারবার মার্কিন চোখরাঙানি সত্ত্বেও ভারত অবশ্য রুশ তেল কেনা বন্ধ করেনি। বরং বিপুল পরিমাণ তেলের বরাত দিয়েছে। অন্যদিকে রাশিয়ার তরফেও আশ্বাস দেওয়া হয়েছে, ভারতীয় পণ্যের জন্য সেদেশের বাজার খুলে দেওয়া হবে।

সব মিলিয়ে, চিন ও রাশিয়ার সঙ্গে ভারতের ঘনিষ্ঠতা যে ক্রমেই বাড়ছে, তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘প্রিয় বন্ধু’ ডোনাল্ড ট্রাম্পের অস্বস্তির কারণ হয়ে দাঁড়াতেই পারে। সোমবার এসসিও সম্মেলন শুরুর আগে সেই বন্ধুত্বের স্পষ্ট ছবি ধরা পড়ল—খোশমেজাজে আলাপচারিতায় মেতে উঠলেন মোদি, শি জিনপিং এবং ভ্লাদিমির পুতিন। উল্লেখযোগ্যভাবে, পুতিনের সঙ্গে বৈঠকের আগে সম্মেলনের প্লেনারি সেশনে বক্তব্য রাখবেন মোদি। সেখানে আঞ্চলিক সহযোগিতা জোরদার করার জন্য ভারতের ভূমিকা ও পরিকল্পনাই তুলে ধরবেন তিনি।


You might also like!