kolkata

6 hours ago

Weather Forcast: নিম্নচাপ সরেছে পশ্চিমে, তবুও বাংলার বহু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা

Weather Forcast
Weather Forcast

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :পশ্চিমে সরে গিয়েছে নিম্নচাপ ৷ তবে, সক্রিয় রয়েছে মৌসুমি বায়ু ৷ ফলে বৃষ্টির দাপট থেকে এখনই রেহাই মিলবে না বঙ্গবাসীর ৷ এবার এমনটাই জানাল আলিপুর আবহাওয়া দফতর ৷আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । বেশ কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে । আগামী সপ্তাহের মাঝামাঝি সময় পর্যন্ত চলবে বৃষ্টির এমন পরিস্থিতি ৷ তবে, সর্বোচ্চ তাপমাত্রার বিশেষ কোনও পরিবর্তন নেই । বরং, দিন দুয়েকের বিরতি নিয়ে সাগরে ঘনীভূত ঘূর্ণাবর্তের জেরে ফের নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বলে পূর্বাভাস হাওয়া অফিসের ।27 জুলাই দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া ও উত্তর 24 পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে ৷ জারি করা হয়েছে হলুদ সতর্কতা । উত্তরবঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে (7-20 সেন্টিমিটার) ৷ কমলা সতর্কতা জারি করা হয়েছে । সেই সঙ্গে, দার্জিলিং ও কালিম্পংয়ে রয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ৷

28 জুলাই দক্ষিণবঙ্গের দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে । উত্তরবঙ্গের কালিম্পং, মালদা ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

29 জুলাই দক্ষিণবঙ্গের দুই 24 পরগনা, নদিয়া, হুগলি, বাঁকুড়া ও পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা রয়েছে । উত্তরবঙ্গের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ।

30 জুলাই দক্ষিণবঙ্গের বীরভূম ও মুর্শিদাবাদে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে হাওয়া অফিসের তরফে (7-11 সেন্টিমিটার) । উত্তরবঙ্গের বেশ কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ।

31 জুলাই দক্ষিণবঙ্গের প্রায় সব জেলার বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ৷ উত্তরবঙ্গের জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির (7-11 সেন্টিমিটার) হলুদ সতর্কতা জারি করা হয়েছে ।

1 অগস্ট দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ অন্যদিকে, উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কালিম্পংয়ে জারি করা হয়েছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা ।

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, রবিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে ৷ দিনের আকাশ থাকবে মেঘলা ৷ বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷

শনিবার কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 30.4 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 2.2 ডিগ্রি সেলসিয়াস কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে যা 1.5 ডিগ্রি সেলসিয়াস কম ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল যথাক্রমে সর্বোচ্চ 100 শতাংশ এবং সর্বনিম্ন 88 শতাংশ ৷


You might also like!