kolkata

13 hours ago

weather update:চড়া রোদে অস্বস্তি, বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া

heatwave discomfort Benga
heatwave discomfort Benga

 

লকাতা, ২২ জুলাই : সকাল হতে না হতেই চড়া রোদের দাপট, ফলে অস্বস্তিও বেশ অনুভূত হচ্ছে। ঘর্মাক্ত গরমে বেজায় অস্বস্তিতে শহরবাসী, তবে বুধবার থেকেই দক্ষিণবঙ্গে বদলাবে আবহাওয়া। মঙ্গলবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে সামান্য বেশি (০.৯)।

উত্তর বঙ্গোপসাগরের সম্ভাব্য নিম্নচাপের প্রভাবে বুধবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত হবে বলে আপাতত মনে করা হচ্ছে। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে বৃহস্পতি ও শুক্রবার নিম্নচাপের প্রভাব বেশি পড়বে দক্ষিণবঙ্গে। ওই দু’দিন দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, হুগলি ও পশ্চিম বর্ধমান জেলার কিছু জায়গায় অতিভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। এজন্য জারি করা হয়েছে ‘কমলা’ সতর্কতা।

You might also like!