Country

11 hours ago

Weather forecast for Nation: দেশের একাধিক রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি রাজ্যেও বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা

Weather forecast for Nation
Weather forecast for Nation

 

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর : গুজরাট ও রাজস্থানে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। আগামী কয়েকদিন পূর্ব মধ্যপ্রদেশ, ওড়িশা, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ, বিহার এবং সিকিমেও বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। এছাড়াও তামিলনাড়ু, পুদুচেরি, করাইকাল, উত্তরাখণ্ড এর কিছু অংশে আগামী দিনদুয়েক বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। এদিকে এই সপ্তাহের সোমবার, বৃহস্পতিবার এবং শুক্রবার অসম ও মেঘালয়ে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা। উত্তর-পূর্বাঞ্চলে আগামী কয়েকদিন বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামী দিনদুয়েক অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম এবং ত্রিপুরার কিছু অংশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর।

You might also like!