Life Style News

12 hours ago

Intimate TIps: সকালের শুরু হোক সঙ্গীর আদরে, প্রেমে মিলবে মিষ্টি ঘনিষ্টতা!

sweet intimacy in love
sweet intimacy in love

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আলস্যে ভরা সকালে যদি পাশে মেলে সেই প্রিয় মুখ, যার এক ছোঁয়াতেই শরীরে ছড়িয়ে পড়ে শিহরণ— তাহলে তার চেয়ে সুখের কিছু আর হয় না। এমন ভোরকে সহজেই আরও মধুর ও রোমান্টিক করে তোলা যায়, তাও বেশি কিছু না করেই— কয়েকটা ছোট্ট ইশারাতেই দিনের শুরু হয়ে উঠতে পারে ভালোবাসায় ভরপুর।

১) নরম বিছানার একপাশে শুয়ে থাকা আপনার কাছে কতটা গুরুত্বপূর্ণ তা বুঝিয়ে দিন। এর জন্য চিৎকার করে ‘আই লাভ ইউ’ বলার প্রয়োজন নেই, কানে ফিসফিস করে মনের কথাটি ভালবেসে বলে দিলেই হবে।

২) কথা বলার থেকেও অনেক সময় বেশি কার্যকরী হয় ভালবাসার একটু ছোঁয়া। আর তার উত্তম উপায় হল চুম্বন। নিবিড় নয়, সকালের চুম্বন হোক সবুজ পাতাকে আলতো করে ছুঁয়ে যাওয়া কুয়াশার মতো। তাতেই যেন সমস্ত ভালবাসা উজার করে দেওয়া যায়।

৩) ‘ব্রেকফাস্ট অন দ্য বেড’- এই কথাটি শুনেছেন নিশ্চয়ই। বিশাল খেটেখুটে যে রান্না করতে হবে তা কিন্তু নয়। সামান্য ব্রেড-বাটার কিংবা কফি সঙ্গীর সামনে হাজির করলেও তাঁর মুখে হাসি ফুটে উঠবে। একসঙ্গে ব্রেকফাস্ট করার মজাই আলাদা, তাইনা!

৪) অনেকে সকালে স্নান সেরে ফেলতে পছন্দ করেন। একা কেন? সঙ্গীকেও সঙ্গে নিয়ে নিন না! তাতে লাভ বই ক্ষতি তো কিছু নেই।

৫) একসঙ্গে থাকেন না? তাতে কি? মোবাইল ফোন তো রয়েছে। সকালের সামান্য একটি টেক্সট দূরে থাকা সঙ্গীর মন ভাল করে দেওয়ার পক্ষে যথেষ্ট। চাইলে ভিডিও কলও করতে পারেন। প্রযুক্তির সদ্ব্যবহার আর কবে করবেন? আগামীর পঞ্চবার্ষিকী পরিকল্পনায় না থেকে বর্তমানকেই সুন্দর করে তুলুন ভালবাসার ছোঁয়ায়।

You might also like!