Entertainment

2 hours ago

Son of Sardar 2 Collections: "সন অফ সর্দার ২", প্রথম সপ্তাহের শেষে বক্স অফিস থেকে আয় ৩২.৮৯ কোটি

Son Of Sardaar 2
Son Of Sardaar 2

 

মুম্বই, ৮ আগস্ট : মুক্তির পর কেটেছে সাতটা দিন, তবুও বক্স অফিসে আশানুরূপ ফল করতে পারেনি অজয় দেবগন এবং মৃনাল ঠাকুরের ছবি "সন অফ সর্দার ২"। এমনটাই মত বি–টাউন এর বিশেষজ্ঞদের। শুক্রবার বক্স অফিস ট্র্যাকারদের সূত্রে জানা গেছে, মুক্তির প্রথম দিন থেকেই ভাটা পড়েছে বক্স অফিস সংগ্রহে, সপ্তম দিনে অর্থাৎ বৃহস্পতিবার সারা ভারত জুড়ে ছবিটি আয় করে ১.৪০ কোটি টাকা। এখনও পর্যন্ত ছবিটির মোট বক্স অফিস সংগ্রহ ৩২.৮৯ কোটি টাকা। পরিচালক ও প্রযোজক মহলে ছবিটির মুক্তি নিয়ে যে আশা ছিল , মুক্তির পর দর্শকদের মনে সাড়া জাগাতে পারেনি এই ছবি। দিন পেরোনোর সঙ্গে পাল্লা দিয়ে আয়ও কমছে। সন অফ সর্দার ২'-এ অজয় দেবগনের সঙ্গে ও স্ক্রিনে প্রথমবারের জন্য জুটি বেঁধেছেন মৃণাল ঠাকুর। ছবিতে তিনি "রাবিয়া" চরিত্রে অভিনয় করেছেন। ছবির পরিচালক বিজয় কুমার অরোরা। এছাড়াও ছবিতে অভিনয় করেছেন নীরু বাজওয়া, রোশনি ওয়ালিয়া, কুবরা সাইত, দীপক ডোব্রিয়াল, সাহিল মেহতা, চাঙ্কি পান্ডে এবং রবি কিষাণ। ছবিটির প্রযোজনায় অজয় দেবগন এবং জ্যোতি দেশপাণ্ডে।

You might also like!