বার্সিলোনা, ১৭ আগস্ট : প্রতিপক্ষের মাঠে শনিবার রাতে ৩-০ গোলে জিতল বার্সিলোনা।
প্রত্যাশিত জয় দিয়ে লা লিগায় শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল বার্সিলোনা।
২০০৯ সালের পর কাতালান ক্লাবটিকে হারাতে না পারা মায়োর্কা এবারও তেমন একটা চ্যালেঞ্জ জানাতে পারল না।
রাফিনিয়া শুরুতে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান দ্বিগুণ করেন তরেস। আগের দুটি গোলে ভূমিকা রাখা ইয়ামাল জালের দেখা পান যোগ করা সময়ে।
প্রতিপক্ষের মাঠে বেশিরভাগ সময় বল কাতালানদের পায়েই ছিল। ৭২ শতাংশ বল পজেশন রেখে ২৪টি শট নেয় বার্সিলোনা, যার ৮টি লক্ষ্যে ছিল। অন্যদিকে ৪টি শট নিয়ে ১টি লক্ষ্যে রাখতে পারে মায়োর্কা।