Country

3 hours ago

Cloudburst Near Gangotri: গঙ্গোত্রী ধামে আটকে বহু পুণ্যার্থী, কেদারনাথ থেকে নিরাপদে ফিরছেন ভক্তরা

Many pilgrims stuck at Gangotri Dham
Many pilgrims stuck at Gangotri Dham

 

উত্তরকাশী, ৭ আগস্ট : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে হড়পা বান ও মেঘভাঙা বৃষ্টির পর গঙ্গোত্রী ধামে বেশ কয়েকজন পুণ্যার্থী আটকে পড়েছেন। সেনাবাহিনী, এনডিআরএফ, আইটিবিপি, এসডিআরএফ, উত্তরাখণ্ড পুলিশ এবং স্থানীয় প্রশাসন আটকে পড়া সমস্ত মানুষকে উদ্ধারের জন্য ব্যাপক অভিযান চালাচ্ছে। অন্যদিকে, অবিরাম বৃষ্টিপাতের কারণে গতকাল সারা দিন কেদারনাথ যাত্রা স্থগিত ছিল। গৌরীকুণ্ড এবং সোনপ্রয়াগের মধ্যে বাধাগ্রস্ত পথটি পরিষ্কার করার পর পুলিশ এবং এসডিআরএফ দল কেদারনাথ ধাম থেকে ফিরে আসা তীর্থযাত্রীদের নিরাপদে তাদের গন্তব্যে পৌঁছে দিচ্ছে।

You might also like!