রাঁচি ও নয়াদিল্লি, ৪ আগস্ট : ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন প্রয়াত হয়েছেন। সোমবার সকালে এই দুঃসংবাদ জানিয়েছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও শিবু সোরেনের ছেলে হেমন্ত সোরেন। সোমবার সকাল ৮.৫৬ মিনিট শিবু সোরেনকে মৃত ঘোষণা করা হয়।
দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালের পক্ষ থেকে জানানো হয়েছে, সোমবার সকাল ৮:৫৬ মিনিটে শিবু সোরেনকে মৃত ঘোষণা করা হয়। দীর্ঘ অসুস্থতার পর তিনি মারা যান। তিনি কিডনির সমস্যায় ভুগছিলেন এবং দেড় মাস আগে স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন। গত এক মাস ধরে তাঁকে লাইফ সাপোর্ট সিস্টেমে রাখা হয়েছিল।