kolkata

3 hours ago

Digha Jagannath Temple: দিঘার জগন্নাথ মন্দির নিয়ে দায়ের জনস্বার্থ মামলা খারিজ, জয় রাজ্যের!

Digha Jagannath Temple
Digha Jagannath Temple

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিঘার জগন্নাথ মন্দির সংক্রান্ত জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাই কোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মিতা দাস দে-র ডিভিশন বেঞ্চ মামলার গ্রহণযোগ্যতা নিয়ে রাজ্যের তোলা আপত্তি মেনে নিয়ে এই সিদ্ধান্ত দেন। এর ফলে একপ্রকার জয় পেল রাজ্য সরকার। মামলাটি দায়ের করেছিলেন  আইনজীবী ও বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তাঁর অভিযোগ ছিল, দিঘার জগন্নাথ মন্দির নির্মাণে দুর্নীতি ও অনিয়ম হয়েছে। কিন্তু আদালত স্পষ্ট জানিয়ে দেয়, মামলায় প্রাসঙ্গিক ও নির্দিষ্ট তথ্য এবং নথির অভাব রয়েছে। সেই কারণেই জনস্বার্থ মামলার রূপে বিষয়টি গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করে ডিভিশন বেঞ্চ।

হাই কোর্টে মামলা খারিজ হওয়ায় বিজেপিকে আক্রমণ করেছে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস। তৃণমূল মুখপাত্র তথা দলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “হাই কোর্ট তো সঠিক কাজই করেছে। আজেবাজে জনস্বার্থ বিরোধী তথা মানুষের আবেগ বিরোধী মামলা হাই কোর্ট নেয়নি।” তিনি আরও বলেন,  “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিঘায় সঠিকভাবেই জগন্নাথধাম করেছেন। বিজেপির কিছু তৎকাল নেতা তার বিরোধিতায় নেমেছে।”

উল্লেখযোগ্যভাবে, গত ৩০ এপ্রিল অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে দিঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের আনুষ্ঠানিক উদ্বোধন হয়। মন্দির খুলতেই শুরু হয় ভক্তদের ভিড়, যা এখনও অব্যাহত। উদ্বোধনের দিন মন্দির পরিদর্শনে গিয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, তাঁর  স্ত্রীকে সঙ্গে নিয়ে। তবে তৃণমূলের তরফে মমতা উপস্থিত থাকলেও, বিজেপির অন্য কোনও শীর্ষনেতাকে সেখানে দেখা যায়নি। অথচ দিঘার জগন্নাথ মন্দির নিয়ে একসময় সংবাদমাধ্যমে অপমানজনক মন্তব্য করেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এক সর্বভারতীয় চ্যানেলে প্রতিক্রিয়া দিতে গিয়ে তিনি  মন্তব্য করেছিলেন, “মন্দির তো নয়, ওটা বিনোদন পার্ক হয়ে গিয়েছে।” তাঁর সেই মন্তব্যের তীব্র নিন্দা করে সোশাল মিডিয়ায় প্রতিবাদে গর্জে ওঠে শাসকদল তৃণমূল। এক্স হ্যান্ডেলে সুকান্তর সেই টেলিফোনিক প্রতিক্রিয়া পোস্ট করে তৃণমূলের কটাক্ষ,”রাজনীতির স্বার্থে হিন্দু ধর্মকে অপমান করতেও দু’বার ভাবেন না  হিন্দুধর্মের এই ভণ্ড ধ্বজাধারী, বিজেপির মাতব্বর নেতা।” এবারও জগন্নাথ মন্দির ঘিরে জনস্বার্থ মামলা দায়ের করে বিব্রত হতে হল বিজেপি নেতাকে।

You might also like!