West Bengal

5 hours ago

Lalgola news:লালগোলায় অভিযান চালিয়ে মাদক-সহ ধৃত ৩

West Bengal narcotics arrest
West Bengal narcotics arrest

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :লালগোলা, ৮ আগস্ট : মাদক উদ্ধার হল লালগোলায়। গ্রেফতার দুই মহিলা-সহ মোট তিনজন। গোপন খবরের ভিত্তিতে শুক্রবার সকালে লালগোলা থানার পুলিশ ছাগলহাট এলাকায় তারিক আজিজ নামে একজনের বাড়িতে অভিযান চালায়। সেখান থেকে উদ্ধার হয় ৩২৫ গ্রাম মাদক (হেরোইন)। যার বাজারমূল্য প্রায় ৩৫ লক্ষ টাকা। জানা গেছে, ওই বাড়িতে মাদক হস্তান্তর হচ্ছিল, সে সময় পুলিশ হানা দেয়। বাড়ির মালিক তারিক আজিজ পলাতক হলেও গ্রেফতার করা হয় তার স্ত্রী নীরা বিবি, বৌদি মর্জিনা খাতুনকে। গ্রেফতার করা হয় মাদক নিতে আসা কৃষ্ণপুরের বাসিন্দা সাহিদ আনোয়ারকেও। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতদের পুলিশি হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করছে শুক্রবার।



You might also like!