Festival and celebrations

4 days ago

Happy New Year 2025 in Advance: রাত পোহালেই সারা বিশ্বজুড়ে পালিত হবে নিউ ইয়ার, অগ্রিম পাঠিয়ে রাখুন নববর্ষের শুভেচ্ছা বার্তা

Happy New Year 2025 in Advance
Happy New Year 2025 in Advance

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ২০২4 শেষ হবে আর কয়েকঘণ্টা পরে। তারপরেই শুরু হবে নতুন বছর। ভারতের জন্য এক ঘটনাবহুল বছর ছিল ২০২4।  চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম মহাকাশযান পাঠানো, ক্রিকেট বিশ্বকাপের ফাইনালে ভারত - এই বছরেই একাধিক সাফল্য অর্জন করেছে ভারত। পাশাপাশি রাহুল গান্ধীর সাংসদ পদ খারিজ, মহিলা কুস্তিগীরদের রাস্তায় দীর্ঘদিন লড়াই সহ একাধিক বিষয়ে বিতর্কও তৈরি হয়েছে।এসবকিছুরই সাক্ষী থেকেছে ২০২। কনকনে ঠান্ডা না আসলেও ক্রিসমাসের আনন্দ বর্ষবরণের নানা আয়োজনের মাঝেও চোখ রাঙাচ্ছে কোভিডের নতুন ভ্যারিয়্যান্ট জে এন ১। শত বিপত্তি এড়িয়েও আজ রাতে সকলে মেতে উঠবে নববর্ষ যাপনে। সারা বিশ্বজুড়ে পালিত হবে নিউ ইয়ার (New Year 2024)।ডিসেম্বর মাস পরলেই মনে হয় গোটা একটি বছর শেষ হয়ে গেল। তারপরেই শুরু হয়ে যায় নতুন বছরকে স্বাগত জানানোর তোড়জোড়। নতুন বছর উপলক্ষে প্রিয়জনের মন খুশিতে ভরিয়ে দিতে এখনই পাঠান শুভেচ্ছা বার্তা।

১) নতুন বছরে নতুন ভাবে নিজেকে গড়ে তোল, হ্যাপি নিউ ইয়ার।

২) ২০২৪ যা শিখয়েছে, সেই শিক্ষা নিয়ে ২০২৫ সালে নিজেকে করে তোলে শক্তিশালী। তোমাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

৩) আপনার নতুন বছরে যেন এক মুহূর্ত দুঃখে না কাটে, এই কামনার মাধ্যমেই আপনাকে জানাই হ্যাপি নিউ ইয়ার।

৪) প্রার্থনা করি, এই বছরটি যেন আপনার জন্য বিশেষ হয়ে ওঠে। আপনাকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা।

৫) ২০২৫ সালের প্রত্যেকটি মুহূর্ত যেন হয়ে উঠুক আনন্দময়, আপনাকে অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের।

৬) কাজে থাকো, ব্যস্ত থাকো, আনন্দে থাকো। তোমাকে জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।

৭) যে মানুষগুলি তোমায় কষ্ট দিয়েছে, প্রতারণা করেছে তোমার সঙ্গে, তাদের থেকে শিক্ষা নিয়ে নতুন বছরকে স্বাগত জানাও একেবারে নতুন ভাবে। তোমাকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা। 

৮) আমার অন্তরের গভীরতা থেকে তোমাকে জানাই নতুন বছরের অনেক শুভেচ্ছা।

৯) তোমার সমস্ত সাধনার ফল যেন তুমি ২০২৫ সালে পাও, তোমাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা নতুন বছরের।

১০) তোমার সমস্ত কামনা যেন নতুন বছরে পূরণ হয়। হ্যাপি নিউ ইয়ার ২০২৫।

You might also like!