কলকাতা, ১০ জানুয়ারি : ভারতীয় ক্রিকেটের 'দ্য ওয়াল' নামে পরিচিত রাহুল দ্রাবিড়ের শনিবার জন্মদিন। ৫২টা বসন্ত কাটিয়ে ফেলেছেন তিনি। শুধু ভারতীয় ক্রিকেট দল নয়, আন্তর্জাতিক ক্রিকেটেরই একজন কিংবদন্তি রাহুল। ১৯৭৩ সালের ১১ জানুয়ারি মধ্যপ্রদেশের ইন্দোরে এক মারাঠা পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।ক্রিকেট নয়, হকি খেলার প্রতি তাঁর আগ্রহ ছিল। কর্নাটকের জুনিয়র হকি টিমের হয়ে শুরুটা করেছিলেন। কিন্তু ভাগ্য তাঁকে সে পথে যেতে দেয়নি। তাই তিনি হয়ে গেলেন ক্রিকেটার। বাবা সরোদ দ্রাবিড় ছিলেন একজন ক্রিকেট পাগল মানুষ। বলা যেতে পারে বাবার ইচ্ছেতেই ছেলের ক্রিকেটে আসা।
সব মিলিয়ে রাহুল দ্রাবিড়ের ক্রিকেট জীবন ছিল বর্ণময়। ভারতীয় ক্রিকেটে ১৬ বছর কাটিয়েছেন। তিনি ১৬৪ টেস্টে ১৩ হাজার ২৮৮ রান করেছেন। ৩৪৪ ওয়ানডেতে ১০ হাজার ৮৮৯ রান করেছেন ও একমাত্র টি-টোয়েন্টিতে ৩১ রান করেছেন। এছাড়া ফিল্ডার হিসেবে টেস্টে ২১০ ও ওয়ানডেতে ১৯৬ টি ক্যাচ নিয়েছেন তিনি।
টেস্ট অভিষেক লর্ডস এ ২৩ বছর বয়সে, আর অভিষেক টেস্ট-এ সেঞ্চুরি পেয়ে যেতে পারতেন তিনি, কিন্তু ব্যক্তিগত ৯৫ রানে তাঁকে ফিরে যেতে হয় প্যাভিলিয়ানে। যার ফলে অভিষেক টেস্টেই লর্ডসের মত ঐতিহাসিক মাঠে সেঞ্চুরি হয়নি তাঁর। শেষ টেস্ট ম্যাচ খেলেন ২০১২ তে অ্যাডিলেডের ওভালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ ম্যাচে খেলেন রাহুল দ্রাবিড়।তবে ব্যাটসম্যান হিসেবে নিজের সেরাটা দিয়েছেন সবসময়। উইকেটে কাটিয়েছেন প্রায় ৪৫ হাজার ঘন্টা। এ কারণেই তাঁকে ডাকা হতো 'দ্য ওয়াল' নামে। এছাড়া টেস্ট ক্রিকেটে প্রথম ফিল্ডার হিসেবে ধরেছেন ২০০টি ক্যাচ। টেস্ট ও ওয়ানডে দুই ফর্মাটেই করেছেন ১০ হাজারের বেশি রান।ভারতের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে দ্বিতীয় সর্বোচ্চ ২৪ হাজার ২০৮ রান করেন তিনি। ঝুলিতে রয়েছে ৪৮টি সেঞ্চুরি।