Game

7 hours ago

Arsenal beat Dinamo Zagreb: দিনামো জাগরেবকে হারিয়ে তিনে আর্সেনাল

Arsenal F.C. (Symbolic picture)
Arsenal F.C. (Symbolic picture)

 

লন্ডন, ২৩ জানুয়ারি : ঘরের মাঠে দিনামো জাগরেবকে সহজেই হারিয়ে মিকেল আর্তেতার দল আর্সেনাল চ্যাম্পিয়নস লিগের তিনে উঠে এল। ঘরের মাঠে বুধবার রাতে ৩-০ গোলে জিতেছে আর্সেনাল। খেলা শুরুর দ্বিতীয় মিনিটে গাব্রিয়েল মার্তিনেল্লির চমৎকার ক্রস থেকে গোল করেন ইংলিশ মিডফিল্ডার রাইস।

এরপর দ্বিতীয়ার্ধের ৬৬তম মিনিটে ব‍্যবধান বাড়ায় আর্সেনাল। গাব্রিয়েল মার্তিনেল্লির দারুণ ক্রসে চমৎকার হেডে জাল খুঁজে নেন হাভার্টজ। শেষ গোলটি আসে যোগ করা সময়ের প্রথম মিনিটে। স্কোরলাইন ৩-০ করেন ওডেগোর। লিয়ান্দ্রো ত্রোসারের ক্রসে বল পেয়ে ওডেগোর গোলটি করেন। ৭ ম‍্যাচে ৫ জয় ও এক ড্রয়ে আর্সেনালের পয়েন্ট হল ১৬। তিনে উঠে তাঁরা শীর্ষ আটে থাকার পথে এগিয়ে গেল এক ধাপ। টানা দুই জয়ের পর হারের স্বাদ পাওয়া দিনোমো নেমে গেল ২৬ নম্বরে। সেরা ২৪-এ থাকার পথ অনেক কঠিন হয়ে গেল তাঁদের কাছে।

You might also like!