Country

4 hours ago

Narendra Modi :ভারতীয় সেনাবাহিনী দৃঢ়সংকল্প, পেশাদারিত্ব ও উৎসর্গের প্রতীক : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ জানুয়ারি : সেনা দিবসে ভারতীয় সেনাবাহিনীর সাহসিকতা, পেশাদারিত্বকে কুর্নিশ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে সামাজিক মাধ্যম এক্স-এ প্রধানমন্ত্রী মোদী লিখেছেন, "ভারতীয় সেনাবাহিনী দৃঢ়সংকল্প, পেশাদারিত্ব ও উৎসর্গে প্রতীক। আমাদের সীমান্ত রক্ষার পাশাপাশি, আমাদের সেনাবাহিনী প্রাকৃতিক দুর্যোগের সময় মানবিক সাহায্য প্রদানে ছাপ রেখেছে।"

প্রধানমন্ত্রী মোদী জোর দিয়ে বলেছেন, "ভারত সরকার সশস্ত্র বাহিনী ও তাঁদের পরিবারের কল্যাণে প্রতিশ্রুতিবদ্ধ। বছরের পর বছর ধরে, আমরা বেশ কয়েকটি সংস্কার এনেছি এবং আধুনিকীকরণের দিকে মনোনিবেশ করেছি। ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।" অপর একটি টুইটে প্রধানমন্ত্রী মোদী জানান, সেনা দিবসে আমরা ভারতীয় সেনাবাহিনীর অদম্য সাহসিকতাকে অভিনন্দন জানাই, যারা আমাদের দেশের নিরাপত্তার প্রাচীর হিসেবে দাঁড়িয়ে আছেন।

You might also like!