West Bengal

12 hours ago

Kunal Ghosh : “কলকাতা পুলিশের তদন্ত একেবারে সঠিক ছিল”, দাবি কুণালের

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: “আজকের রায় প্রমাণ করে দিল কলকাতা পুলিশের তদন্ত একেবারে সঠিক ছিল।” আর জি করের তরুণী চিকিৎসককে ধর্ষণ-খুনে সঞ্জয় রায়কেদোষী সাব্যস্ত করার পর এই মন্তব্য করলেন তৃণমূলের অন্যতম নেতা কুণাল ঘোষ।

কুণাল সংবাদমাধ্যমকে বলেন, “যারা সিবিআই সিবিআই করছিলেন সেই সিবিআই তো কলকাতা পুলিশের তদন্ত সঠিক বলে সিলমোহর দিয়ে দিল। কিছু বাম, অতি বাম সংগঠন বিভ্রান্তি ছড়িয়ে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করছিল। সেটা না হলে আরও আগে সুবিচার পেত অভয়া।”

প্রসঙ্গত, মূল ঘটনার পরদিনই সঞ্জয়কে গ্রেফতার করেছিল কলকাতা পুলিশ। সিবিআই রিপোর্টেও তরুণী চিকিৎসকের ধর্ষক ও খুনি হিসেবে একমাত্র সঞ্জয়কেই চিহ্নিত করা হয়েছে। সেই রিপোর্ট সূক্ষ্মভাবে খতিয়ে দেখে শনিবার তাকেই দোষী সাব্যস্ত করল শিয়ালদা আদালত।

You might also like!