দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আজকের দিনে প্রযুক্তি উন্নতির সর্বোচ্চ শিখরে পৌঁছেছে। আগামীদিনেও এই ধারা অটুট থাকবে। অজানা আন্তর্জাতিক নম্বর থেকে মিসড কল এ যেন নিত্যদিনের ঘটনা। অনেকসময় সেই নম্বর থেকে ফোন করলে টাকা কেটে নেওয়া হয়। এমনই এক জালিয়াতি চক্র দিন দিন সক্রিয় হয়ে উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তের মানুষদের সেই জালিয়াতি চক্র সম্পর্কে সতর্ক করা হয়েছে।
ইতিমধ্যে রিলায়েন্স জিও-র তরফে বলা হয়েছে, ‘অজানা আন্তর্জাতিক নম্বরে কখনও কলব্যাক করবেন না (ফোন করবেন না)। এই প্রিমিয়াম রেট সার্ভিসেসে একেবারে অল্প সময়ের সংযোগের জন্য প্রতি মিনিটে প্রচুর টাকা কেটে নেওয়া হতে পারে।'
সাধারণত জালিয়াতরা বিভিন্ন অজানা আন্তর্জাতিক নম্বর থেকে কল করে। অনেক সময় আবার মিসড কল-ও দেয়। ফলে ফোনে মিসড কল অ্যালার্ট বা নোটিফিকেশন আসে।সেটা দেখে যখন ব্যবহারকারীরা ফোন করেন, তখন চড়া হারে টাকা কেটে নেওয়া হয়। এমনকী প্রতি মিনিটের জন্য কয়েকশো টাকা কেটে নেওয়া হয়ে থাকে। অর্থাৎ গ্রাহকরা কিছু বুঝতে পারার আগেই তাঁদের টাকা গচ্ছা চলে যাবে বলে সতর্ক করা হয়েছে।
সন্দেহজনক ফোন নম্বর কীভাবে বুঝবেন?
১) অজানা কোনও দেশের কোড থাকা নম্বরের ফোন ধরবেন না। আর কলব্যাক করবেন না। ভারতের ফোন নম্বরের কোড নম্বর হল +91।
২) এক মুহূর্তের জন্য রিং করেই ফোন কেটে দেওয়া হল।
৩) উদ্ভট সময় ফোন।
৪) অজানা আন্তর্জাতিক নম্বর থেকে বারবার ফোন আসা।
জালিয়াতি চক্র থেকে কীভাবে রক্ষা পাবেন?
সেই জালিয়াতি চক্রের থেকে বাঁচতে গেলে কোনও অজানা আন্তর্জাতিক নম্বর থেকে আসা ফোন ধরতে বারণ করেছেন বিশেষজ্ঞরা। তাঁরা পরামর্শ দিয়েছেন যে কোনও ফোন নম্বরের আগে +91 না থাকলে, সেটা থেকে আসা ফোন যেন না ধরেন (অজানা না হলে)। +91 থাকার অর্থ হল যে সেটা ভারতের নম্বর। +91 হল ভারতের ফোন নম্বরের কোড। আর যে ফোন নম্বরে সেই কোড থাকবে না, সেটা এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। আর কলব্যাক করতে বারণ করেছেন।
নিম্নলিখিত সতর্কতা অবলম্বন করুনঃ
১) কোনও সন্দেহজনক নম্বর থেকে ফোন এলে পুলিশে অভিযোগ জানাতে পারেন।
২) সেই জালিয়াতি চক্রের বিষয়ে প্রবীণদের সতর্ক করে দিলে ভালো হয়। কারণ অনেক সময় এরকম চক্রের নিশানায় থাকেন প্রবীণরা।
৩) প্রয়োজনে বিদেশি নম্বর থেকে আসা ফোন ব্লক করিয়ে দিতে পারেন। টেলিকম সংস্থার কাছে সেই আর্জি জানাতে পারেন গ্রাহকরা।