Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Technology

4 months ago

Infinix Hot 60i 5G:"সাশ্রয়ী Infinix Hot 60i 5G ফোনে থাকবে Mediatek Dimensity 6400 চিপসেট"

Infinix Hot 60i 5G specs
Infinix Hot 60i 5G specs

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :Infinix Hot 60i 5G আগামী ১৬ আগস্ট, অর্থাৎ স্বাধীনতা দিবসের ঠিক পরদিনই ভারতে লঞ্চ হতে চলেছে। ইতিমধ্যেই ফোনটির জন্য ফ্লিপকার্টে একটি মাইক্রোসাইট তৈরি করেছে। এই মাইক্রোসাইট থেকে ডিভাইসটির মুখ্য স্পেসিফিকেশন সামনে আনা হয়েছে। এছাড়া সম্প্রতি গুগল প্লে কনসোলে X6730 মডেল নম্বর সহ Infinix Hot 60i 5G ফোনটিকে দেখা গিয়েছে। আজ আবার ফ্লিপকার্টের মাইক্রোসাইট থেকে জানা গেছে এতে MediaTek Dimensity 6400 প্রসেসর ব্যবহার করা হবে। আসুন স্মার্টফোনটি সম্পর্কে আর কি কি তথ্য প্রকাশ্যে এসেছে জেনে নেওয়া যাক।

Infinix Hot 60i 5G এর স্পেসিফিকেশন ও ফিচার
ডিসপ্লে-Infinix Hot 60i 5G ফোনের সামনে দেখা যাবে ৬.৭৫ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করবে। 

 ব্যাটারি-পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। সংস্থার দাবি, এই ব্যাটারি ১২৮ ঘণ্টা পর্যন্ত গান শুনতে, ৪১ ঘণ্টা টকটাইম দেবে বলে দাবি করা হয়েছে। এতে ওয়্যার্ড রিভার্স চার্জিংয়ের সুবিধা থাকবে। ধুলো ও জল থেকে সুরক্ষা দিতে এতে IP64 রেটিং পাওয়া যাবে।

ক্যামেরা-ফটোগ্রাফির জন্য, ইনফিনিক্স হট ৬০আই ৫জি স্মার্টফোনে ৫০ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা দেওয়া হবে। এতে ১০টিরও বেশি ক্যামেরা মোড, এআইজিসি পোর্ট্রেট এবং সুপার নাইট মোড সাপোর্ট করবে। 
Infinix Hot 60i 5G এর ডিজাইন-
ডিজাইনের কথা বললে, Infinix Hot 60i 5G ফোনে ম্যাট ফিনিশ ব্যাক প্যানেল দেখা যাবে, যেখানে আয়তাকার ক্যামেরা মডিউল থাকবে। বাম দিকে দুইটি ক্যামেরা সেন্সর, আর ডান দিকে একটি LED লাইট স্ট্রিপ দেওয়া হবে।

ডিভাইসটির মুখ্য ফিচারের মধ্যে থাকবে Walkie-Talkie কানেক্টিভিটি, যা শুধুমাত্র ইনফিনিক্স-টু-ইনফিনিক্স ডিভাইসের মধ্যে কাজ করবে। এই ফিচারের কারণে সিম বা নেটওয়ার্ক ছাড়াই কল করা যাবে।

You might also like!