Breaking News

 

Entertainment

2 months ago

Hina Khan:‘কেউ আর খোঁজখবর নেয় না!’ ক্যানসারের পর কোন সমস্যায় ভুগছেন হিনা খান?

Hina Khan health update
Hina Khan health update

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : মাত্র ৩৬ বছর বয়সেই স্তন ক্যানসারে আক্রান্ত হন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী হিনা খান। ধারাবাহিকে সাফল্যের পাশাপাশি ‘বিগবস্‌’-এ অংশগ্রহণ করে তিনি বিশেষ পরিচিতি লাভ করেছিলেন। কিন্তু খ্যাতি ও ব্যস্ততার মাঝেই রোগ ধরা পড়ায় থামাতে হয় সব কাজ, মন দিতে হয় চিকিৎসায়। গত এক বছর ধরে চলছে তাঁর চিকিৎসা প্রক্রিয়া, যার প্রতিটি ধাপ তিনি শেয়ার করেছেন সমাজমাধ্যমে। উদ্দেশ্য একটাইনিজের লড়াই থেকে অন্যদের সাহস ও অনুপ্রেরণা জোগানো

হিনা নিজে হাতে নিজের মাথার রেশমি চুল কেটে ফেলেছিলেন, ক্যাথিটার হাতে হেঁটে গিয়েছেন হাসপাতালের কেবিনের দিকে ভাগ করে নিয়েছিলেন সে সব ভিডিয়ো। আবার বিয়েও করে ফেলেছেন এই অসুস্থতার মধ্যে। দীর্ঘ দিনের সম্পর্ক তাঁর রকি জয়সওয়ালের সঙ্গে। তাঁকেই বিয়ে করেছেন। আর ছোট পর্দায় ফিরেছেনও রকির সঙ্গে জুটি বেঁধেই। এক রিয়্যালিটি অনুষ্ঠান ‘পতি পত্নী অউর পঙ্গা’-তে তাঁদের দেখা যাচ্ছে এই মুহূর্তে। শোনা যাচ্ছে, এই অনুষ্ঠানে যোগ দেবেন বলেই নাকি তড়িঘড়ি বিয়ে করে ফেলেছেন তিনি। কিন্তু হিনার হাতে কাজ নেই।

সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে হিনা জানান, অসুস্থতার জন্য অনেক কাজ ছেড়ে দিতে হয়েছিল। এখন তিনি ক্রমশ সুস্থ হয়ে উঠছেন। কিন্তু বুঝতে পারছেন কেউ তাঁকে কাজের জন্য ডাকছে না। অভিনেত্রী বলেন, “আমি কাজ করতে চাই। কেউ আমাকে সরাসরি বলেননি, ‘তুমি এখনও পুরোপুরি সুস্থ নও’। কিন্তু আমি বুঝতে পারি, মানুষ ইতস্তত করছে আমার অসুস্থতার কারণে।”

তবে, একেবারে অবুঝ নন হিনা। তিনি নিজেও মনে করেন এই অস্বস্তি স্বাভাবিক। অভিনেত্রী বলেন, “আমি ওঁদের জায়গায় থাকলেও হয়তো হাজার বার ভাবতাম কাজের আগে। আমি অডিশন দিতে প্রস্তুত। কিন্তু গত এক বছরে কেউ আমাকে ডাকেনি।” সব প্রতিবন্ধকতা সরিয়ে কাজে ফিরতে চান হিনা খান। তিনি স্পষ্ট বলেন, “আমি যে কোনও কাজ করতে প্রস্তুত। দয়া করে আমাকে ডাকুন।”

রিশতা ক্যায়া কেহলাতা হ্যায়’, ‘কসৌটি জ়িন্দগি কে ২’-র মতো ধারাবাহিকে অভিনয় করেছেন হিনা। কাজ করেছেন, ‘বিগবস্‌ ১১’ বা ‘ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি ৮’-এর মতো রিয়্যালিটি অনুষ্ঠানে। এই মুহূর্তে, স্বামী রকির সঙ্গে তাঁকে দেখা যাচ্ছে ‘পতি পত্নী অউর পঙ্গা’। হিনার পাশাপাশি রয়েছেন দেবলীন বন্দ্যোপাধ্যা-গুরমিত চৌধুরি, রুবিনা দিলাইক-অভিনব শুক্ল, অভিকা গোর-মিলিন্দ চন্দওয়ানি, স্বরা ভাস্কর-ফহাদ আহমেদের মতো জুটিও।

 

You might also like!