দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : প্লাবন কবলিত আরামবাগে পরিস্থিতি পরিদর্শনে পৌঁছালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরের একটি ত্রাণ শিবিরে গিয়ে নিজেই দুর্গতদের হাতে খিচুড়ির থালা তুলে দিলেন তিনি। দুর্দিনে মুখ্যমন্ত্রীকে এত কাছ থেকে পেয়ে আবেগে ভেসে যান স্থানীয় বাসিন্দারা।
একদিকে বর্ষার অতিবৃষ্টি, তার উপর ডিভিসির ছাড়া জল। জোড়া ফলায় প্লাবিত বঙ্গে একাধিক নিম্ন অংশ। তার মধ্যে উল্লেখযোগ্য পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, চন্দ্রকোণা-সহ বিস্তীর্ণ এলাকা। প্লাবন পরিস্থিতি হুগলির আরামবাগেও। প্রবল সমস্যায় মানুষ। বহু পরিবারের ঠাঁই হয়েছে ত্রাণ শিবিরে। মঙ্গলবার দুপুরে প্লাবন পরিস্থিতি খতিয়ে দেখতে হুগলির আরামবাগে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কামারপুকুরের ত্রাণ শিবিরে হাজির হন তিনি। সেই সময় দুপুরের খাবার দেওয়া হচ্ছিল। নিজে হাতে দুর্গতদের পাতে খিচুড়ি পরিবেশন করেন তিনি। কথা বলেন তাঁদের সঙ্গে। সমস্যা শোনার পাশাপাশি সমাধানের আশ্বাসও দেন। মুখ্যমন্ত্রীকে এভাবে কাছে পেয়ে খুশি দুর্গতরা। দ্রুতই সমস্যা সমাধানের আশায় সকলে।
প্রসঙ্গত, বন্যা পরিস্থিতি পরিদর্শনে আরামবাগ থেকে এদিনই মেদিনীপুরের ঘাটাল যাবেন মুখ্যমন্ত্রী। ঘাটালবাসীর যন্ত্রণার অবসান ঘটাতে কেন্দ্রের শত উপেক্ষার পর রাজ্য সরকার নিজের খরচেই ঘাটাল মাস্টার প্ল্যান তৈরির উদ্যোগ নিয়েছে। ইতিমধ্যে কাজও শুরু হয়েছে। তবে তা শেষ করতে এখনও বেশ খানিকটা সময় লাগবে বলে জানা গিয়েছে। ততদিন পর্যন্ত ঘাটালবাসীর যন্ত্রণাই সঙ্গী। আর এই পরিস্থিতিতে তাঁদের পাশে দাঁড়াতে ঘাটাল যাচ্ছেন মুখ্যমন্ত্রী।