Country

7 hours ago

Rahul Gandhis social media post: রাহুলের পোস্টারে উল্লেখ নেতাজির প্রয়াণদিবসের, বিতর্ক

Rahul Gandhi (Symbolic picture)
Rahul Gandhi (Symbolic picture)

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মদিন উপলক্ষ্যে বৃহস্পতিবার দেশজুড়ে ‘পরাক্রম দিবস’ পালিত হচ্ছে। নেতাজির জন্মজয়ন্তী উপলক্ষ্যে লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীও শ্রদ্ধাঞ্জলি জানালেন তাঁকে। তবে সেই শ্রদ্ধাঞ্জলি নিয়ে তৈরি হলো বিতর্ক-ও। নেতাজির জন্মদিনে বৃহস্পতিবার "বিতর্কিত" পোস্ট করেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী। এদিন নেতাজির একটি ছবি পোস্ট করেছেন কংগ্রেস নেতা। সেখানে নেতাজির জন্মের (২৩ জানুয়ারি, ১৮৯৭) পাশাপাশি সুভাষ চন্দ্র বসুর মৃত্যুদিন হিসাবে ১৮ আগস্ট, ১৯৪৫-কে উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, সুভাষ চন্দ্র বসুর প্রয়াণ বিষয়ে ধন্দ রয়েছে। তারপরেও কীভাবে লোকসভার বিরোধী দলনেতার পোস্টে দিনটির উল্লেখ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন অনেক নেতাজি ভক্ত।

You might also like!