Game

9 hours ago

Champions League: সিটিকে হারাল পিএসজি

Paris Saint-Germain F.C.
Paris Saint-Germain F.C.

 

প্যারিস, ২৩ জানুয়ারি : প্যারিসে বৃষ্টিভেজা রাতে বুধবার চ্যাম্পিয়নস লিগের ম্যাচে ৪-২ গোলে জিতেছে লুইস এনরিকের দল পিএসজি ম্যানচেস্টার সিটির বিরুদ্ধে। প্রথমার্ধে কোনও গোল হয়নি। বিরতির পর হল ৬টি গোল। জ্যাক গ্রিলিশ ও আর্লিং হলান্ড সিটিকে দুই গোলে এগিয়ে নেওয়ার পর উসমান দেম্বেলে ও বার্কোলার সমতায় ফেরায় পিএসজিকে। এরপর জোয়াও নেভেস স্বাগতিকদের লিড এনে দেন। যোগ করা সময়ে ব্যবধান বাড়ান গনসালো রামোস। কোচিং কেরিয়ারে গুয়ার্দিওলার সঙ্গে ৫ বারের সাক্ষাতে ৩-২ ব্যবধানে এগিয়ে গেলেন এনরিকে। ৭ ম্যাচে ২টি করে জয় ও ড্রয়ে ৮ পয়েন্ট নিয়ে ২৫তম স্থানে নেমে সিটি ছিটকে পড়ার শঙ্কায় রয়েছে। আর সমান ম্যাচে ৩ জয় ও এক ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে ২২ নম্বরে উঠেছে পিএসজি।


You might also like!