তেল আবিব,, ১৯ জানুয়ারি :যুদ্ধবিরতির মধ্যে প্রত্যাঘাতের সম্ভাবনাও জিইয়ে রাখলেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ৷ দীর্ঘ জল্পনার পর যুদ্ধবিরতি চুক্তিতে সাক্ষর করেছে হামাস ও ইজরায়েল ৷ কথা মতো ইজরায়েলের স্থানীয় সময় রবিবার সকাল 8টা 30 মিনিট (ভারতীয় সময় রাত 12টা) থেকে চুক্তির কার্যকারিতা শুরু হয়ে যাবে ৷ তার আগে শনিবার প্রধানমন্ত্রী নেতানিয়াহু সাফ জানান, প্রয়োজন হলে ফের যুদ্ধের ময়দানে নামবে ইজরায়েলি সেনা ৷
দীর্ঘ অপেক্ষার পর যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করার লক্ষ্য়ে শনিবার হামাসের শর্ত মেনে নিয়েছে ইজরায়েলের মন্ত্রিসভা ৷ তার পরই 15 মাস ধরে চলা যুদ্ধে বন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু করে দুই দেশ ৷ প্রথম পর্যায়ে 33 জন বন্দিকে মুক্তি দেবে হামাস ৷ এই আবহে শনিবার এক ভিডিয়ো বার্তায় নেতানিয়াহু বলেন, "আমরা বন্দিদের নিয়ে চিন্তিত ৷ কথা দিচ্ছি, সমস্ত উপায়ে তাদের ফিরিয়ে আনা হবে ৷ প্রয়োজনে আমেরিকার সাহায্য় নিয়ে আমরা আবার যুদ্ধ করব ৷"
শনিবার ভোরে ইসরায়েলের মন্ত্রিসভা এই যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করেছে ৷ এই যুদ্ধবিরতি চুক্তির ফলে প্রথম পর্যায়ে হামাসের তরফে 33 জন বন্দিকে মুক্তি দেওয়া হবে। যুদ্ধরত পক্ষগুলির মধ্যে মাসখানেক ধরে পরোক্ষ আলোচনা চলছিল ৷ এই আলোচনার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র, কাতার এবং মিশরের মধ্যস্থতাকারীরা এই যুদ্ধবিরতিতে স্বাক্ষর করেছেন, যা এই বিধ্বংসী সংঘাতে মধ্যে দ্বিতীয় যুদ্ধবিরতির সুযোগ করে দিল। কিন্তু, এর মধ্যেই শর্ত-ভঙ্গে ফের যুদ্ধের হুঁশিয়ারি দিয়ে রাখলেন