জম্মু, ৯ জুলাই : বুধবার সকালে উধমপুর জেলার চেনানির নরসু এলাকায় অমরনাথ যাত্রার একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনায় চালক আহত হলেও গাড়িতে থাকা চার তীর্থযাত্রী নিরাপদে বেঁচে যান। ঘটনাটি ঘটে সকাল ছটার দিকে পহেলগামে যাওয়া কনভয়ের পিছনের গাড়িটি যাচ্ছিল। আচমকা রাস্তা থেকে সরে গিয়ে ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। চালক শশীকান্ত-এর মাথায় আঘাত লাগে। তাকে সঙ্গে সঙ্গে চিকিৎসার জন্য উধমপুরের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গাড়িতে থাকা চারজন তীর্থযাত্রী নিরাপদে আছেন। পুলিশের প্রাথমিক ধারণা, গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। তবে আরও তদন্ত চলছে।