দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী আলিয়া ভাট সম্প্রতি এক বড়সড় আর্থিক প্রতারণার শিকার হয়েছেন। অভিনেত্রীর প্রাক্তন ব্যক্তিগত সহকারী বেদিকা প্রকাশ শেট্টির বিরুদ্ধে অভিযোগ, তিনি ৭৭ লক্ষ টাকারও বেশি আত্মসাৎ করেছেন। মুম্বইয়ের জুহু থানায় আলিয়ার মা ও বর্ষীয়ান অভিনেত্রী সোনি রাজদান জানুয়ারি মাসে অভিযোগ দায়ের করেন। পুলিশি তদন্তের পর অবশেষে বেঙ্গালুরু থেকে গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত বেদিকাকে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২১ সাল থেকে ২০২৪ সালের মাঝামাঝি সময় পর্যন্ত আলিয়ার ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করছিলেন বেদিকা। অভিনেত্রীর প্রযোজনা সংস্থা ইটারনাল সানশাইন প্রোডাকশনস প্রাইভেট লিমিটেড ও তাঁর ব্যক্তিগত ব্যাঙ্ক অ্যাকাউন্টের আর্থিক লেনদেনের দায়িত্বে ছিলেন তিনি। এই সুযোগেই ২০২২ সালের মে মাস থেকে ২০২4 সালের আগস্ট মাসের মধ্যে ধারাবাহিকভাবে মোট ৭৬ লক্ষ ৯০ হাজার টাকা নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেন বলে অভিযোগ। এই আর্থিক অনিয়ম প্রথমে নজরে আনেন সোনি রাজদান। তিনিই জুহু থানায় লিখিত অভিযোগ করেন। অভিযোগ দায়েরের পর বেদিকা পালিয়ে যায় এবং বারবার ঠিকানা বদলাতে থাকে। প্রথমে রাজস্থানে, তারপর কর্ণাটক ও পুনে হয়ে শেষ পর্যন্ত বেঙ্গালুরুর এক ফ্ল্যাটে তার সন্ধান মেলে। জুহু থানার একটি দল বেঙ্গালুরু থেকে তাকে গ্রেফতার করে এবং ট্রানজিট রিমান্ডে মুম্বই নিয়ে আসে। পুলিশ জানিয়েছে, এটি একটি পরিকল্পিত ও সুপরিকল্পিত প্রতারণা। তদন্ত এখনও চলমান। পুলিশ সূত্রে খবর, বেদিকার ব্যাঙ্ক ট্রান্সফার, ফান্ড ম্যানিপুলেশন এবং ভুয়ো খরচ দেখিয়ে টাকা আত্মসাৎ করার একাধিক প্রমাণ মিলেছে।
পুলিস সূত্রে আরও জানা গিয়েছে, বেদিকা ২০২১ থেকে ২০২৪ সাল পর্যন্ত আলিয়ার পার্সোনাল অ্যাসিসট্যান্ট হিসাবে কাজ করতেন। এই সময়ে বেদিকা অভিনেত্রীর আর্থিক কাগজপত্র, পেমেন্ট এবং তার দৈনন্দিন শিডিউল দেখাশোনা করতেন। তদন্তে জানা গিয়েছে, বেদিকা নকল বিল তৈরি করিয়ে আলিয়াকে দিয়ে সই করিয়ে জমা দিতেন। বং সেই টাকার একটা বড় অংশ আত্মসাৎ করতেন। তিনি আলিয়াকে বলতেন, এসব খরচ তার ভ্রমণ, মিটিং ও অন্যান্য ব্যবস্থার জন্য করা হয়েছে। তদন্তে আরও উঠে এসেছে, বেদিকা এমন এক সফটওয়্যার ব্যবহার করে এসব ভুয়ো বিল এমনভাবে তৈরি করত, যাতে কেউ ধরতে না পারে। আলিয়া ভাট ওইসব বিলে সই করার পর টাকা তার (বেদিকার) এক বন্ধুর অ্যাকাউন্টে পাঠানো হতো। পরে সেই বন্ধু আবার টাকা ফিরিয়ে দিতেন বেদিকা শেঠিকে।
প্রসঙ্গত, এই ঘটনায় আলিয়া এখনও প্রকাশ্যে কোনো মন্তব্য না করলেও, তিনি বর্তমানে ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘আলফা’-র শুটিংয়ে, যেখানে তিনি এক গোপনচর এজেন্টের ভূমিকায় অভিনয় করছেন। পাশাপাশি, স্বামী রণবীর কাপুরের বহুল প্রতীক্ষিত ছবি ‘রামায়ণ’-এর প্রথম ঝলক দেখে আবেগাপ্লুত হয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় অভিনেত্রী লেখেন, “কিছু অনুভূতি ভাষায় প্রকাশ করা যায় না। এই ছবির প্রথম ঝলক যেন একটা অনন্য শুভসূচনার বার্তা বহন করছে। আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি ২০২৬ সালের দিওয়ালির জন্য।”