International

3 hours ago

PM Modi five-nation tour: প্রধানমন্ত্রী মোদীকে ত্রিনিদাদ ও টোবাগোর সর্বোচ্চ বেসামরিক সম্মাননা প্রদানের ঘোষণা

Prime Minister Narendra Modi & Trinidad & Tobago Prime Minister Kamala Persad Bissessar
Prime Minister Narendra Modi & Trinidad & Tobago Prime Minister Kamala Persad Bissessar

 

নয়াদিল্লি ও পোর্ট অব স্পেন, ৪ জুলাই : ত্রিনিদাদ ও টোবাগোর সরকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সেদেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান 'দ্য অর্ডার অফ দ্য রিপাবলিক অফ ত্রিনিদাদ এন্ড টোবাগো' প্রদানের ঘোষণা করেছে। ত্রিনিদাদ ও টোবাগোর প্রধানমন্ত্রী কমলা পারসাদ বিসেসর এই ঘোষণা করেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর এই ঐতিহাসিক সফর এবং দুই দেশের মধ্যে সম্পর্ক জোরদারে তাঁর ভূমিকার প্রশংসা করেন। এই উপলক্ষে প্রধানমন্ত্রী মোদী ত্রিনিদাদ ও টোবাগোর জনগণ এবং সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন যে এখন ত্রিনিদাদ ও টোবাগোতে বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত ষষ্ঠ প্রজন্মের মানুষদেরও ওসিআই কার্ড প্রদান করা হবে। প্রধানমন্ত্রী মোদী তাঁর ভাষণে ১৮০ বছর আগে ত্রিনিদাদ ও টোবাগোতে আসা ভারতীয় বংশোদ্ভূতদের অবদানের কথা স্মরণ করেন। তিনি বলেন যে তাঁর সফর সেই ঐতিহাসিক ঐতিহ্যকে সম্মান করার একটি সুযোগ। তিনি প্রবাসী ভারতীয়দের সাংস্কৃতিক এবং সামাজিক ভূমিকার প্রশংসা করেন। 'বসুধৈব কুটুম্বকম' নীতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী ত্রিনিদাদ ও টোবাগোকে সহায়তা অব্যাহত রাখার আশ্বাস দেন।

You might also like!