বুয়েনস আয়ার্স, ৫ জুলাই : পাঁচ দেশীয় সফরের তৃতীয় পর্যায়ে আর্জেন্টিনা পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার বুয়েনস আইরেসের এজেইজা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন। আর্জেন্টিনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি জাভিয়ের মিলের আমন্ত্রণে প্রধানমন্ত্রী মোদীর এই আর্জেন্টিনা সফর। প্রধানমন্ত্রী মোদী রাষ্ট্রপতি মিলের সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনায় চলমান সহযোগিতা পর্যালোচনা করবেন এবং প্রতিরক্ষা, কৃষি, খনি, তেল ও গ্যাস, পুনর্নবীকরণযোগ্য শক্তি, বাণিজ্য ও বিনিয়োগ এবং জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক সহ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিতে ভারত-আর্জেন্টিনার অংশীদারিত্ব আরও বাড়ানোর উপায় নিয়ে আলোচনা করবেন।
বুয়েনস আইরেসের একটি হোটেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানিয়েছেন প্রবাসী ভারতীয়রা। নৃত্য ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী মোদীকে উষ্ণ অভিবাদন জানান প্রবাসী ভারতীয়রা। বুয়েনস আইরেসের হোটেলে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে "ভারত মাতা কি জয়", "জয় শ্রী রাম" এবং "মোদী-মোদী" ধ্বনি দিয়ে স্বাগত জানানো হয়।
¡La distancia no es un obstáculo para conectar culturalmente!
— Narendra Modi (@narendramodi) July 5, 2025
Me siento honrado por la amable bienvenida de la comunidad india en Buenos Aires. Es realmente conmovedor ver cómo, a miles de kilómetros de casa, el espíritu de la India brilla con fuerza en nuestra comunidad. pic.twitter.com/UhpV2FKHnv