Technology

1 hour ago

Whatsapp: ডিজিটাল প্রতারণার ভয়! হোয়াটস্‌অ্যাপে বড় পদক্ষেপ, চালু হচ্ছে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট ফিচার’

WhatsApp Rolls Out New Privacy Controls
WhatsApp Rolls Out New Privacy Controls

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  হোয়াটস্‌অ্যাপ ঘিরে বাড়তে থাকা প্রতারণার জাল এবার চিন্তার ভাঁজ ফেলেছে কেন্দ্রের কপালেও। সাম্প্রতিক একটি রিপোর্টে স্পষ্টভাবে জানানো হয়েছে, সাধারণ মানুষকে ঠকানোর জন্য সবচেয়ে বেশি ব্যবহার করা হচ্ছে হোয়াটস্‌অ্যাপকেই। কখনও বিপুল লাভের প্রলোভন, কখনও ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর ভয় দেখিয়ে, আবার কখনও অচেনা নম্বর থেকে পাঠানো লিঙ্ক বা মেসেজের ফাঁদে পা দিয়ে সর্বস্ব খোয়াচ্ছেন বহু মানুষ।

ক্রমবর্ধমান এই সাইবার প্রতারণা রুখতে এবার কড়া পদক্ষেপ নিল মেটা। হোয়াটস্‌অ্যাপে চালু করা হয়েছে নতুন ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট ফিচার’ সেটিংস। এই ফিচার অন থাকলে অচেনা বা অজানা নম্বর থেকে ফোন কল, ভিডিয়ো কল কিংবা অডিয়ো কল সরাসরি ব্লক হয়ে যাবে। অচেনা নম্বর থেকে লিঙ্ক পাঠিয়ে কেউ প্রতারণা করতে পারবে না। মেটা জানিয়েছে, হোয়াটস্‌অ্যাপে এই ফিচারটি চালু করে রাখলে ব্যক্তিগত ও গোপনীয় তথ্য চুরির ভয়ও থাকবে না।


∆ কী কী নিরাপত্তা দেবে নতুন ফিচারটি?

১। নতুন সেটিংসে অজানা নম্বর থেকে আসা কল স্বয়ংক্রিয় ভাবে বন্ধ হয়ে যাবে।

২। ফোন কলের সময় আপনার অবস্থান বা আইপি অ্যাড্রেসে যাতে কেউ নজরদারি না চালাতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা থাকবে।

৩। হোয়াটস্‌অ্যাপে ‘ফিশিং লিঙ্ক’ পাঠিয়ে প্রতারণা অনেক বেড়েছে। অচেনা নম্বর থেকে আসা কোনও লিঙ্ক ক্লিক করলেই ম্যালঅয়্যার ঢুকে যাচ্ছে ফোনে। ফলে হ্যাকারেরা সহজেই আপনার ফোনের নিরাপত্তায় বড়সড় ফাটল তৈরি করে ফেলছে। নতুন ফিচারে অজানা বা অচেনা নম্বর থেকে লিঙ্ক আসা বন্ধ হবে। একই সঙ্গে কোনও লিঙ্ক যদি সন্দেহজনক মনে হয়, তা হলে আগাম সতর্কবার্তাও পাবেন আপনি।

৪। প্রতারকেরা যদি কোনও সূত্র ধরে আপনার ফোনের দখল নেওয়ার চেষ্টা করে বা ব্যক্তিগত তথ্য চুরির চেষ্টা হয়, তা হলে সেই সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। আপনার ফোন সুরক্ষিত থাকবে।

৫। আপনার পরিচিত নন, এমন কেউ কোনও ছবি, ভিডিয়ো বা ডকুমেন্ট পাঠালে তা স্বয়ংক্রিয় ভাবে ব্লক হয়ে যাবে। এতে ক্ষতিকারক ফাইল বা ম্যালঅয়্যারের ফোনে ঢোকার পথ বন্ধ হবে।

৬। 'স্ট্রিক্ট মোড' চালু করলেই টু-স্টেপ ভেরিফিকেশন সক্রিয় হয়ে যাবে।

৭। এই সেটিংস চালু থাকলে আপনার অনুমতি ছাড়া যে কেউ আপনাকে অচেনা কোনও গ্রুপে যোগ করতে পারবেন না।


∆ কী ভাবে নতুন ব্যবস্থাটি চালু করবেন?

১। প্রথমে হোয়াট্‌সঅ্যাপ আপডেট করে নিন।

২। এর পর হোয়াট্‌সঅ্যাপের সেটিংস অপশনে যান।

৩। সেখানে গিয়ে ‘প্রাইভেসি’ অপশনে ক্লিক করুন।

৪। এ বারে স্ক্রল করে ‘অ্যাডভান্সড’ সেকশনে যেতে হবে।

৫। সেখানে গিয়ে ‘স্ট্রিক্ট অ্যাকাউন্ট সেটিংস’ অথবা ‘এক্সট্রিম প্রোটেকশন মোড’ চালু করে দিন। আপনাকে ৬ সংখ্যার পিন নম্বর দিতে হবে।

You might also like!