International

5 hours ago

‘One Big Beautiful Bill’: মাস্কের সতর্কতা উপেক্ষা করে কংগ্রেসে পাশ ট্রাম্পের আলোচিত বিল!

Donald Trump's ‘Big Beautiful Bill' cleared by Congress
Donald Trump's ‘Big Beautiful Bill' cleared by Congress

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  যুক্তরাষ্ট্রের কংগ্রেসে হাড্ডাহাড্ডি লড়াই শেষে অবশেষে পাশ হয়ে গেল বিতর্কিত অর্থনৈতিক সংস্কার বিল — ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’। মাত্র চার ভোটের ব্যবধানে, অর্থাৎ ২১৮-২১৪ ভোটে, বিলটি পাস হয়। রাজনৈতিক বিশ্লেষকরা একে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য একটি বিরাট প্রতীকী জয় হিসেবে দেখছেন। এই বিলটি মূলত কর হ্রাস ও সরকারী ব্যয়ের সংকোচন নিয়ে। এর মাধ্যমে যুক্তরাষ্ট্রের ঋণসীমা আরও বাড়বে এবং একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের বরাদ্দে কাটছাঁট হতে পারে। ফলে বিলটি নিয়ে কংগ্রেসের ভিতর ও বাইরে শুরু থেকেই দ্বিধা বিভাজন ছিল।

বিশেষজ্ঞরা মনে করেছিলেন, রিপাবলিকান দলের মধ্যেই বিভাজন থাকায় বিলটি পাস করানো ট্রাম্পের পক্ষে কঠিন হবে।  কারণ এই বিল কার্যকর হল আমেরিকার ঋণের অঙ্ক বাড়বে, জনকল্যাণমুখী প্রকল্পগুলি ধাক্কা খাবে। কিন্তু শেষ মুহূর্তে কংগ্রেসের স্পিকার মাইক জনসন ট্রাম্পের হয়ে কৌশলীভাবে হস্তক্ষেপ করেন। তিনি দ্বিধান্বিত রিপাবলিকানদের রাজি করিয়ে ভোট নিশ্চিত করেন।

এই বিল ঘিরেই দীর্ঘদিনের রাজনৈতিক সঙ্গী এলন মাস্কের সঙ্গে মুখোমুখি অবস্থানে চলে যান প্রেসিডেন্ট ট্রাম্প। মাস্ক এক সময় এই বিল প্রণয়নের দপ্তরের প্রধান ছিলেন, কিন্তু বিলে রাষ্ট্রীয় ব্যয় সংকোচের দিকটি কেন্দ্র করে মতবিরোধ চরমে ওঠে। মাস্ক স্পষ্টভাবে জানান, এই বিল যুক্তরাষ্ট্রের প্রযুক্তি ও সামাজিক অগ্রগতিতে  "ধ্বংসাত্মক প্রভাব ফেলতে পারে"। মাস্ক ইতিমধ্যেই দপ্তর থেকে পদত্যাগ করেছেন।

কি আছে ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’-এ?

  কর্পোরেট করের হার কমানো;

  ফেডারেল ব্যয়ের ক্ষেত্রে কঠোর সংযম;

  কিছু সামাজিক নিরাপত্তা প্রকল্পে বাজেট কাটছাঁট;

  প্রযুক্তি ও প্রতিরক্ষা খাতে বেসরকারি বিনিয়োগ উৎসাহ। 

তবে স্বাধীনতা দিবসের আগের দিন, অর্থাৎ শুক্রবার, প্রেসিডেন্ট ট্রাম্প বিলটিতে সই করবেন। সইয়ের পর বিলটি আইনে পরিণত হবে এবং কার্যকর হবে আগামী অর্থবছর থেকে। এদিন বড়সড় জয় পেয়ে সোশাল মিডিয়ায় ট্রাম্প লেখেন, ‘ এই প্রথমবার এমন বিরাট মাপের বিল পাশ হল। নতুন আইনের ফলে রকেট শিপের  মতো উন্নতির পথে এগিয়ে যাবে আমেরিকা।’ বিল পাশ হয়ে যাওয়ার পর সকলকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সও।

‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ শুধু একটি অর্থনৈতিক বিল নয়, এটি ট্রাম্প প্রশাসনের রাজনৈতিক শক্তিমত্তার এক প্রদর্শনী। মাস্কের সঙ্গে দ্বন্দ্ব, দলীয় বিভাজন—সবকিছুকে পাশ কাটিয়ে প্রেসিডেন্ট একটি গুরুত্বপূর্ণ আইনি দিক অর্জন করলেন। তবে, এই বিল কতটা ‘বিউটিফুল’—তা নির্ভর করবে এর প্রভাবের উপর।


You might also like!