
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আধুনিক প্রযুক্তির হাত ধরে দৈনন্দিন জীবন আজ অনেকটাই সহজ ও গতিময়। স্মার্টফোনের এক ক্লিকেই মিলছে অজানা তথ্য, মুহূর্তে পৌঁছে যাওয়া যাচ্ছে গন্তব্যে, আবার ঘরে বসেই অর্ডার করা যাচ্ছে পছন্দের খাবার। বিশেষ করে করোনা পরবর্তী সময়ে যুবপ্রজন্মের বড় অংশের সময় কাটছে সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে। পরিসংখ্যান বলছে, আট থেকে আশি—সব বয়সের মানুষের দৈনন্দিন জীবনে গুগল কার্যত অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।
জিমেল থেকে গুগল ম্যাপ, ইউটিউব কিংবা প্লে স্টোর—প্রতিদিনের কাজে একাধিক গুগল অ্যাপ ব্যবহার করেন অধিকাংশ মানুষ। কিন্তু অনেকেই জানেন না, এই সব পরিষেবা ব্যবহারের ফাঁকেই ব্যবহারকারীর নানা ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে নেয় টেক জায়ান্ট গুগল। বিষয়টি আইনসিদ্ধ হলেও, তথ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছে ক্রমশ।
∆ ঠিক কী কী তথ্য চলে যায় এই টেক জায়ান্টের হাতে? জানুন বিস্তারিত -
আপনার স্মার্টফোনের লোকেশন যদি অন থাকে, তাহলে আপনার সমস্ত গতিবিধি জেনে নিতে পারে গুগল। তাছাড়া সার্চ ইঞ্জিন কিংবা ইউটিউবে আপনি যা যা সার্চ করেন, সেসব ইতিহাসও সযত্নে নিজের কাছে রেখে দেয় গুগল। এখানেই শেষ নয়, অনেকেই গুগলে ভয়েস সার্চ করেন। সেখান থেকেই জেনে নেওয়া যায় আপনি কী ধরনের অ্যাপে ঢুঁ মারছেন। তবে এবার আপনি নিজেই জেনে নিতে পারবেন যে গুগলের কাছে কোন কোন তথ্য সেভ করা থাকে।
∆ গুগলের কাছে কী কী তথ্য?
১. প্রথমে স্মার্টফোনের সেটিংসে যান।
২. গুগলে ট্যাপ করে ‘ম্যানেজ ইওর গুগল অ্যাকাউন্ট’ সিলেক্ট করুন।
৩. সেখান থেকে ডেটা অ্যান্ড প্রাইভেসি সেকশনে পৌঁছে যান।
৪. এখানেই দেখে নিতে পারবেন আপনার কোন ওয়েবসাইট বা অ্যাপ ব্যবহারের তথ্য গুগল রেখে দিয়েছে। লোকেশনের তথ্যও সেভ কি না, তা-ও জেনে নেওয়া যাবে।
৫. আরও বিস্তারিত তথ্য চাইলে, প্রতিটি ক্যাটাগরিতে গিয়ে ক্লিক করুন।
৬. অনেক সময়ই অ্যাপ কিংবা লোকেশন ব্যবহারের ক্ষেত্রে একাধিক ব্যক্তিগত তথ্য গুগলকে দিতে হয়। সেখান থেকে এই টেক জায়ান্ট কোনটি সেভ রাখে, নিজেই চেক করে নিন।
∆ কীভাবে সুরক্ষিত রাখবেন ব্যক্তিগত তথ্য?
১. প্রয়োজন না হলে লোকেশন অফ করে রাখুন।
২. সেটিংস থেকে অটো-ডিলিট অপশনটি অন রাখুন। ৩, ১৮ অথবা ৩৬ মাসের মধ্যে নিজে থেকেই যাবতীয় তথ্য মুছে যাবে।
৩. অ্যাড পার্সোনালাইজেশন অপশনটি ডিস-অ্যাবল করে দিন। এতে আপনি কি সার্চ করছেন, তা ট্র্যাক করা যাবে না।
৪. ভয়েস কমান্ড অপশনটি অফ করে রাখলে ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার গতিবিধি ধরা পড়বে না।
