International

5 hours ago

Texas flooding: টেক্সাসে বন্যায় নিহত ১০০ জনেরও বেশি

Texas flooding
Texas flooding

 

টেক্সাস, ৮ জুলাই : আমেরিকার টেক্সাস প্রদেশে হড়পা বানে মৃতের সংখ্যা ১০০ ছাড়িয়ে গেল। ভারতীয় সময় সোমবার সন্ধে নাগাদ স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, গত শুক্রবার থেকে শুরু হওয়া বৃষ্টি আর হড়পা বানের জেরে ওই প্রদেশের কের কাউন্টিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৪। মৃতদের মধ্যে বেশির ভাগ শিশু এবং বালিকা। এখনও নিখোঁজ ডজনখানেক। সময় যত গড়াচ্ছে, তাঁদের জীবিত অবস্থায় উদ্ধারের আশা ততই ক্ষীণ হচ্ছে। কের কাউন্টি জুড়ে তল্লাশি অভিযানে নেমেছে অসংখ্য উদ্ধারকারী দল। হেলিকপ্টার থেকে শুরু করে ড্রোনের সাহায্যও নেওয়া হচ্ছে। এর মধ্যেই ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে রেখেছে আবহাওয়া দফতর।


You might also like!