তেহরান, ৬ জুলাই : ইজরায়েলের সঙ্গে যুদ্ধর পর প্রথম কোনও অনুষ্ঠানে হাজির হলেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। আশুরার সঙ্গে সম্পর্কিত একটি অনুষ্ঠানে শনিবার যোগ দিয়েছিলেন তিনি। এর আগে জনসমক্ষে খামেনির অনুপস্থিতি ইরানের নেতৃত্ব নিয়েই প্রশ্ন তুলে দিয়েছিল অনেকের মনে।
উল্লেখ্য, গত ১৩ জুন ইজরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর এই প্রথম জনসমক্ষে হাজির হন খামেনি। এই কয়েকদিন তিনি সরাসরি কোনও বক্তব্য প্রকাশ করেননি বা কোনও প্রকাশ্য অনুষ্ঠানে হাজির হননি। তিনি শুধুমাত্র রেকর্ড করা ভিডিয়ো বার্তার মাধ্যমে জনগণের সঙ্গে যোগাযোগ করেছিলেন যুদ্ধ চলাকালীন। এর আগে ইরান এর পক্ষ থেকে জানানো হয়েছিল যে, নিরাপত্তাজনিত কারণে খামেনি উপস্থিত থাকতে পারছন না জনসমক্ষে।
যুদ্ধের প্রথম কয়েকদিন যখন ইজরায়েলি বিমান হামলা তুঙ্গে ছিল, খামেনি একটি বাঙ্কার বা নিরাপদ স্থানে আছেন বলে চর্চা করছিলেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। তবে ইরান প্রশাসনের পক্ষ থেকে বারবার স্পষ্ট করে বলা হয়েছিল, খামেনি সুস্থ আছেন ও দেশের রাশ তাঁর হাতেই আছে। আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, খামেনির প্রকাশ্যে ফিরে আসার অর্থ, তাঁর নিরাপত্তার প্রতি আস্থা প্রকাশ করছে ইরান। এটি ইরানের জনগণ ও বিরোধীদের প্রতি একটি প্রতীকী বার্তাও বটে। যুদ্ধ সত্ত্বেও ইরানের নেতৃত্ব যে স্থিতিশীল ও সক্রিয়, এই বার্তা দিতেই এই প্রয়াস।