শিলিগুড়ি, ৯ জুলাই : দুই গোষ্ঠীর সংঘর্ষের জেরে শিলিগুড়ির বাগরাকোট এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। বুধবার বিকেলে বাগরাকোটের শত শত যুবক লাঠি হাতে হঠাৎ করে টিকিয়া পাড়া এলাকায় প্রবেশ করে। অভিযোগ, তারা দোকান, টোটো এবং অটো ভাঙচুর করে। এমনকি অনেক বাড়ির জানালা এবং দরজা ভেঙে ফেলে। রাস্তায় হেঁটে যাওয়া সাধারণ মানুষকেও মারধর করা হয়। এই ঘটনায় এক মহিলা এবং একটি শিশু আহত হয়েছে। তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এরপর টিকিয়াপাড়ার শত শত যুবক বাগরাকোট এলাকায় আসে। তারা একইভাবে পুরো বাগরাকোট এলাকা ভাঙচুর করে। রেললাইন থেকে পাথর ছুঁড়েও মারে। ঘটনার খবর পাওয়া মাত্রই শিলিগুড়ি থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। তিন এলাকার পৌর প্রতিনিধিরাও ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ ও কাউন্সিলরদের সামনেই দু পক্ষের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। কাঁদানে গ্যাসের শেলও ছোড়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, একটি ক্রিকেট ম্যাচকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে বিরোধ শুরু হয়। পরে এই বিরোধ ভয়াবহ রূপ নেয়। বর্তমানে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। ডিসিপি রাকেশ সিং, শিলিগুড়ি পুলিশ কমিশনার সি. সুধাকর, শিলিগুড়ি থানার আইসি সহ আরও অনেক উচ্চ পদস্থ পুলিশকর্তা ঘটনাস্থলে উপস্থিত আছেন।