Breaking News
 
Donald Trump: নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আখ্যা দিলেন ট্রাম্প, ইরান প্রসঙ্গেও প্রতিক্রিয়া Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি

 

Country

11 months ago

Mahakumbh starts in Prayagrajপ্রয়াগরাজে মহাকুম্ভের সূচনা, ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিলেন ভক্তরা

Mahakumbh starts in Prayagraj
Mahakumbh starts in Prayagraj

 

প্রয়াগরাজ, ১৩ জানুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে সূচনা হয়ে গেল মহাকুম্ভের। সোমবার ভোর থেকেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন অগণিত ভক্তরা। দেশ-বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক ভক্তরা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান (শাহী স্নান) করেছেন। এই বছরের মহাকুম্ভের বিশেষত্বও রিয়েছে, ১৪৪ বছর পর এসেছে এই শুভ মুহূর্ত।

সোমবার ভোর থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। ভারতীয়দের পাশাপাশি বিদেশিরাও পুণ্যস্নান করেছেন। মহাকুম্ভ উপলক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনা দেখে খুশি পুণ্যার্থীরা। এক স্প্যানিশ ভক্ত বলেছেন, "আমরা এখানে অনেক বন্ধু - স্পেন, ব্রাজিল, পর্তুগাল থেকে, আধ্যাত্মিক ভ্রমণে আছি। আমি পবিত্র ডুব দিয়েছিলাম এবং আমি তা খুবই উপভোগ করেছি, আমি খুব ভাগ্যবান।"

মহাকুম্ভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এনডিআরএফ টিম এবং উত্তর প্রদেশের জল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে র‍্যাফ, পুলিশ এবং সিআরপিএফ-এর দল উপস্থিত রয়েছে।

You might also like!