Country

3 hours ago

Mahakumbh starts in Prayagrajপ্রয়াগরাজে মহাকুম্ভের সূচনা, ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দিলেন ভক্তরা

Mahakumbh starts in Prayagraj
Mahakumbh starts in Prayagraj

 

প্রয়াগরাজ, ১৩ জানুয়ারি : উত্তর প্রদেশের প্রয়াগরাজে সূচনা হয়ে গেল মহাকুম্ভের। সোমবার ভোর থেকেই কনকনে ঠান্ডাকে উপেক্ষা করে ত্রিবেণী সঙ্গমে আস্থার ডুব দেন অগণিত ভক্তরা। দেশ-বিদেশ থেকে আসা বিপুল সংখ্যক ভক্তরা প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে পুণ্যস্নান (শাহী স্নান) করেছেন। এই বছরের মহাকুম্ভের বিশেষত্বও রিয়েছে, ১৪৪ বছর পর এসেছে এই শুভ মুহূর্ত।

সোমবার ভোর থেকেই গঙ্গা, যমুনা ও সরস্বতী নদীর সঙ্গমে, ত্রিবেণী সঙ্গমে জড়ো হতে থাকেন বিপুল সংখ্যক মানুষ। ভারতীয়দের পাশাপাশি বিদেশিরাও পুণ্যস্নান করেছেন। মহাকুম্ভ উপলক্ষ্যে সার্বিক ব্যবস্থাপনা দেখে খুশি পুণ্যার্থীরা। এক স্প্যানিশ ভক্ত বলেছেন, "আমরা এখানে অনেক বন্ধু - স্পেন, ব্রাজিল, পর্তুগাল থেকে, আধ্যাত্মিক ভ্রমণে আছি। আমি পবিত্র ডুব দিয়েছিলাম এবং আমি তা খুবই উপভোগ করেছি, আমি খুব ভাগ্যবান।"

মহাকুম্ভ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে এনডিআরএফ টিম এবং উত্তর প্রদেশের জল পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে র‍্যাফ, পুলিশ এবং সিআরপিএফ-এর দল উপস্থিত রয়েছে।

You might also like!