Game

17 hours ago

ICC Champions Trophy : আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার

ICC Champions Trophy 2025 team announced by South Africa
ICC Champions Trophy 2025 team announced by South Africa

 

কেপটাউন : দক্ষিণ আফ্রিকা  এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য তাদের স্কোয়াড ঘোষণা করেছে। দলকে নেতৃত্ব দেবেন টেম্বা বাভুমা। প্রধান কোচ রব ওয়াল্টার ১৫ সদস্যের দল ঘোষণা করেছেন। যার মধ্যে ১০ জন খেলোয়াড় রয়েছেন যারা ভারতে ২০২৩ সালের আইসিসি পুরুষ ক্রিকেট বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা সেমিফাইনালে গিয়েছিল। তাছাড়া গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে রানার্সআপ হয়েছিল।

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর জন্য দক্ষিণ আফ্রিকার দল:

টেম্বা বাভুমা (অধিনায়ক ), টনি ডি জর্জি, মার্কো জানসেন, হেনরিখ ক্লাসেন, কেশব মহারাজ, আইডেন মার্করাম, ডেভিড মিলার, ওয়ায়ান মুলডার, লুঙ্গি এনগিডি, অ্যানরিচ নর্টজে, কাগিসো রাবাদা, রায়ান রিকেল্টন, তাবরেজ শামসি, ত্রিস্তান স্টাবস, ডুসেনভান।

You might also like!