কলকাতা, ১৪ জানুয়ারি : মালদার কালিয়াচকে তৃণমূল কংগ্রেস কর্মী খুনের ঘটনায় রাজ্য সরকারের আইবির সমালোচনা করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পল। তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অপরাধীরা সরকার চালাচ্ছে। মালদায় তৃণমূল কর্মী খুনের ঘটনায় মঙ্গলবার অগ্নিমিত্রা পল বলেছেন, "এমনটাই হয়, যখন একটি রাজ্য রাজনৈতিক দল নয়, একটি গ্যাং দ্বারা পরিচালিত হয়। মমতা ব্যানার্জির গ্যাং পশ্চিমবঙ্গের সরকার চালাচ্ছে।"
অগ্নিমিত্রা পল আরও বলেছেন, "মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তে অপরাধীরা সরকার চালাচ্ছে। পুলিশ ব্যস্ত, আইনশৃঙ্খলা পরিস্থিতি সামলানোর সময় নেই তাদের।" উল্লেখ্য, মালদার কালিয়াচকে মঙ্গলবার গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে এক তৃণমূল কংগ্রেস কর্মীর। মৃতের নাম হাসান শেখ। তিনি এলাকায় তৃণমূল কর্মী বলে পরিচিত।