নয়াদিল্লি, ৬ জানুয়ারি : উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি সোমবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধানমন্ত্রী মোদী ও মুখ্যমন্ত্রী ধামির মধ্যে একাধিক বিষয়ে চর্চা হয়ে থাকতে পারে। উত্তরাখণ্ডে আয়োজিত জাতীয় গেমসে প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছেন মুখ্যমন্ত্রী ধামি। তিনি প্রধানমন্ত্রীকে মালারি (চামোলি) শাল এবং নারায়ণ আশ্রমের একটি প্রতিরূপ উপহার দেন।