Country

1 day ago

Delhi : ধোঁয়াশায় আচ্ছন্ন রাজধানীর একাধিক এলাকা, উদ্বিগ্ন দিল্লির বাসিন্দারা

Several areas of the capital shrouded in smog, Delhi residents worried
Several areas of the capital shrouded in smog, Delhi residents worried

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি  : বিগত মাস থেকেই দেশের জাতীয় রাজধানীর বাতাসের গুণগতমান ক্রমশ খারাপ পর্যায়ে পৌঁছেছে। ধোঁয়াশায় আচ্ছন্ন দিল্লি। রবিবারও তার বিশেষ ব্যতিক্রম নেই। এদিন সকালেও কুয়াশা ও ধোঁয়াশায় আচ্ছন্ন ছিল দিল্লির একাধিক এলাকা। এদিন দিল্লির বাতাসকে "খুব খারাপ" পর্যায়ভুক্ত করা হয়েছে। সকাল ৬টায় দিল্লির এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩৭৭।

এদিন সকালে এইমস, সফদরজং, দ্বারকা এক্সপ্রেসওয়ে-সহ একাধিক এলাকা ঘন কুয়াশায় ঢেকে ছিল। দৃশ্যমানতা ছিল খুবই কম। যা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন দেশের জাতীয় রাজধানীর বাসিন্দারা। এদিন সকালে দিল্লির তাপমাত্রা ছিল ১০ ডিগ্রি।

You might also like!