Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

West Bengal

11 months ago

Fake turmeric sized: রানাঘাটে পুলিশের বিশেষ অভিযানে ২,২০০ কিলো ভেজাল হলুদ উদ্ধার, গ্রেফতার দুই

Fake turmeric sized (Symbolic picture)
Fake turmeric sized (Symbolic picture)

 

নদীয়া, ১৪ জানুয়ারি : ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান চালিয়ে বড় সাফল্য পেল রানাঘাটের পুলিশ। শান্তিপুর ব্লকের বাগআঁচড়া এলাকায় গোপন সূত্রে খবরের ভিত্তিতে সোমবার রাতে এক বিশেষ অভিযানে ২,২০০ কিলো ভেজাল হলুদ ও বিপুল পরিমাণ হলুদ তৈরির সরঞ্জাম উদ্ধার করেছে শান্তিপুর থানার পুলিশ। মঙ্গলবার রানাঘাট পুলিশের পক্ষ থেকে সাংবাদিক বৈঠক করে একথা জানানো হয়।

মঙ্গলবার ধৃতদের রানাঘাট বিচার বিভাগীয় আদালতে তোলা হয়। রানাঘাট পুলিশ জেলার এসডিপিও সবিতা গোটিয়াল জানান, এই ভেজাল হলুদ মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। মূলত চালের গুঁড়ো ও ময়দা মিশিয়ে রং ব্যবহার করে এটি তৈরি করা হতো, যা প্যাকেটবন্দি করে বাজারজাত করা হত।

এসডিপিও আরও জানান, ভেজাল খাদ্যপণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং আগামী দিনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হবে। স্থানীয় সূত্রে খবর, দীর্ঘদিন ধরে এলাকায় এই ধরনের কারবার চলছিল। পুলিশের এই অভিযান এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, বিশেষ সূত্রে খবর পেয়ে সোমবার রাতে লোকনাথ সাহার কারখানায় হানা দেয় পুলিশ। তদন্তে জানা গেছে, চালের গুঁড়ো, ময়দা এবং ক্ষতিকর রাসায়নিক রং দিয়ে এই ভেজাল হলুদ তৈরি করা হতো। প্রাথমিকভাবে কারখানার মালিক লোকনাথ সাহা ও সহযোগী পরিতোষ মল্লিককে আটক করা হয়। পরে দুজনকেই গ্রেফতার করে পুলিশ।

You might also like!