West Bengal

12 hours ago

Bird census begins in South Dinajpur: দক্ষিণ দিনাজপুরে শুরু পাখি সুমারি, দ্বিতীয় দিনেই দেখা মিলল ১০ প্রজাতির পক্ষী

Bird census (Symbolic picture)
Bird census (Symbolic picture)

 

বালুরঘাট, ১৪ জানুয়ারি : জেলার জীববৈচিত্র্য সংরক্ষণে বন দফতরের উদ্যোগে দক্ষিণ দিনাজপুর জেলাজুড়ে শুরু হয়েছে পাখি সুমারি। মঙ্গলবার পর্যন্ত এই সুমারিতে অন্তত ১০টি প্রজাতির পাখির দেখা মিলেছে বালুরঘাট এবং আশপাশের এলাকায়। নতুন করে পরিযায়ী পাখির আগমন এই অঞ্চলের জীববৈচিত্র্যের ইতিবাচক প্রতিস্ফলন ঘটাচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। উল্লেখ্য, পাখি সুমারি শুরু হয়েছে সোমবার থেকে।

দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সহ প্রতিটি মহকুমা এবং ব্লকে এই সুমারি চলবে। জীববৈচিত্র্য রক্ষায় দীর্ঘদিন ধরে কাজ করে চলা ‘আঙিনা বার্ডস এন্ড এনভায়রনমেন্ট প্রোটেকশন সমিতি’-র সম্পাদক বিশ্বজিৎ বসাক জানান, শীতকালে দক্ষিণ দিনাজপুরে পরিযায়ী পাখিদের আগমন হয়। তবে এবছর আরও বেশি সংখ্যক পাখির উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা এই অঞ্চলের পরিবেশের জন্য অত্যন্ত ইতিবাচক ইঙ্গিত। বিশেষজ্ঞদের মতে, দক্ষিণ দিনাজপুরের বিভিন্ন জলাভূমি এবং বনাঞ্চল শীতকালে পরিযায়ী পাখিদের জন্য নিরাপদ আবাসস্থল হয়ে ওঠে। এবারও সুমারিতে প্রাপ্ত তথ্যগুলি বিশ্লেষণ করে পাখিদের প্রজাতি এবং সংখ্যা সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন প্রস্তুত করা হবে।

এই উদ্যোগের ফলে এলাকার পরিবেশগত ভারসাম্য বজায় রাখতে এবং পাখি সংরক্ষণে আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ সম্ভব হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। বন দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সুমারি শেষ হলে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশ করা হবে, যা জীববৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

You might also like!