Life Style News

3 hours ago

Homemade Shampoo for Dandruff & Hairfall: খুশকি, চুল পড়ার সমস্যায় নাজেহাল, ঘরেই বানিয়ে নিন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু!

Natural Shampoo (Symbolic picture)
Natural Shampoo (Symbolic picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শীতের সময় অনেকের চুল রুক্ষ হয়ে যায়। দেখা যায়, খুশকির সমস্যা। চুল পড়ার সমস্যাও ভীষণ ভাবে দেখা যায়। নানান প্রোডাক্ট ব্যবহার করেও সমাধান খুঁজে পাওয়া যায়না। তবে,সমাধান পাবেন, ঘরোয়া উপায়ে নির্মিত শ্যাম্পু ব্যবহারের মাধ্যমে। আমাদের সকলের বাড়িতেই সাবান ব্যবহার হয়, আর সেই সাবান ব্যবহারের পর ক্ষয় হলে আমরা তা ফেলে দিই। এবার থেকে আর ফেলবেন না, সেটা দিয়ে বাড়িতেই বানিয়ে নিন অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু।

সময় লাগবে অল্প। কীভাবে ঘরোয়া পদ্ধতিতে অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু বানাবেন জেনে নিনঃ 

* উপকরণঃ ১। রিঠা ফল – ১৫ গ্রাম 

২। শিকাকাই – ১৫ গ্রাম 

৩। রোজমেরি পাতা – ৫ গ্রাম

৪। ফেলে দেওয়া টুকরো সাবান – ১০ গ্রাম 

৫। জল – ৫৫০ গ্রাম

* প্রণালীঃ  একটি পাত্রে ৫৫০ মিলি জল নিয়ে নিন। তার মধ্যে রিঠা, শিকাকাই, শুকনো রোজমেরি পাতা, এবং সাবান দিয়ে দিন। মনে রাখবেন এই সব জিনিস রাখার সময় হাতে গ্লাভস পরে নিতে ভুলবেন না।একসঙ্গে সেদ্ধ করতে বসিয়ে দিন। মনে রাখবেন মিশ্রণটি শুকিয়ে ১৫০ মিলি পর্যন্ত হলে তবে আঁচ বন্ধ করবেন। রিঠা ও শিকাকাই হাত দিয়ে ভালো করে মাখিয়ে ছাঁকনি দিয়ে ছেঁকে নিন। ব্যস তাহলেই তৈরি হোমমেড অ্যান্টি ড্যানড্রফ শ্যাম্পু। সাধারণ শ্যাম্পু মাখার মতোই এই শ্যাম্পু সপ্তাহে দু’বার ব্যবহার করুন। দেখবেন ৩০ দিনেই সম্পূর্ণ গায়েব হবে খুশকির সমস্যা।

You might also like!